এআই দুনিয়ায় সাফল্যের মুকুট পেল টিম ওয়াটারমেলন

প্রকাশ: বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক (এআই) আইডিয়া প্রতিযোগিতায়  ‘ইশারা: বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর’ প্রকল্পের জন্য 'ফিউচারমেকার্স' চ্যাম্পিয়ন হয়েছে টিম ওয়াটারমেলন। 

টিম ওপিয়ন তাদের ‘এআই-ড্রিভেন নিউজ ক্রেডিবিলিটি প্ল্যাটফর্ম’ প্রকল্পের জন্য হয়েছে প্রথম রানার-আপ। টিম সিন্যাপজ তাদের ‘এআই ইনক্লুশন ফর ডিফারেন্টলি-এবলড লার্নারস’ প্রকল্প এবং টিম লাস্তা তাদের ‘দিশা: ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থ্রো এআই’ প্রকল্পের জন্য যৌথভাবে দ্বিতীয় রানার-আপ হয়েছে। 

৫ নভেম্বর, বুধবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার তুলে দেন বিচারকের দায়িত্বে থাকা গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং চিফ ইনফরমেশন অফিসার ড. নিরঞ্জন শ্রীনিবাসন। 

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতা। প্রাথমিক বাছাই পর্ব শেষে নির্বাচিত দলগুলো বিজ্ঞ বিচারক প্যানেলের সামনে তাদের এআই-ভিত্তিক ধারণাগুলো উপস্থাপন করে। 

image

আপনার মতামত দিন