মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন, অবসর ও কল্যাণ সুবিধা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করা হলো আজ।
বুধবার (১ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে নতুন এই ডিজিটাল সুবিধাটি উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে জানানো হয়, ইএফটি পদ্ধতির আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসের প্রথম কর্ম-দিবসে বেতন পাবেন। বেতন প্রদান সংক্রান্ত তথ্য এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতন-ভাতার বিবরণী দেখতে পারবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধাও ইএফটি পদ্ধতিতে দেওয়া হবে। তাদের বেতন থেকে যথাক্রমে ৬% ও ৪% অর্থ অবসর ও কল্যাণ তহবিলে জমা হবে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সুবিধার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। আবেদনকারীরা প্রতিটি স্তরে তাদের আবেদন প্রক্রিয়ার অগ্রগতি এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।
এছাড়াও ভবিষ্যৎ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাথে আইবাস (iBAS++) সংযোগ স্থাপন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পার্সোনাল লেজার (PL) অ্যাকাউন্ট তৈরি করে ইএফটি পদ্ধতিতে বেতন প্রদানের পরিকল্পনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম রেজাউল করীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এবং এসসিটিবি চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল হাসান এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং স্ট্রেনদেনিং পালিক ফান্যান্সিয়াল প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারী কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক বিলকিস জাহান রিমি অইএফটি বিষয়ে একটি উপস্থাপনা দেন।
উপস্থাপনায় জানানো হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা সহজ করতে আইবাস++ (ইনিটগ্রেটেড বাজেট এন্ড এ্যকাউনটিং সিস্টেম) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আইবাস ++ অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়িত স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনবল সার্ভিস ডেলিভারী (এসপিএফএমএস) কর্মসূচির একটি স্কিম। এই পদ্ধতির মাধ্যমে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সামাজিক নিরাপত্তা উপকার-ভোগীদের দ্রুত আর্থিক সেবা দেওয়া হয়। EMIS প্ল্যাটফর্মে শিক্ষক ও কর্মচারীদের তথ্য সংরক্ষণ করা হয়, যা থেকে বেতনের পে-রোল তৈরি করে আইবাস++ এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জন্য ১৩,৪৯৫.১৬ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বেসরকারি কলেজের জন্য ৪,৩২৯.৯৭ কোটি এবং স্কুলের জন্য ৯,১৬৫.১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য যথাক্রমে ৫,০৭৩.৫৮ কোটি ও ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।