চালু হলো গ্রামীণফোন ওয়ান, থাকছে বিনোদন, গেমস আর ক্লাউডের নানা সুবিধা  

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বর্তমানে মুঠোফোন শুধু যোগাযোগের উপায় নয়, বরং বিনোদন, তথ্য ও ডিজিটাল সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ব্যবহারকারীদের এমন বহুমাত্রিক চাহিদা মাথায় রেখে গ্রামীণফোন চালু করেছে ‘গ্রামীণফোন ওয়ান’-একটি একীভূত প্ল্যাটফর্ম, যেখানে একত্রে পাওয়া যাবে তাদের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবন ও সেবা।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন ওয়ানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে গ্রাহকদের চাহিদা ও ভবিষ্যতের চ্যালেঞ্জকে গুরুত্ব দিতে গ্রামীণফোন ওয়ানের জন্য বিভিন্ন সেবা তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেন, ‘উদ্ভাবনের প্রেক্ষিত অনেক বড়। নব্বই দশকে মুঠোফোন নেটওয়ার্ক আমাদের সামনে সংযোগ বাড়ানোর সুযোগ করে দেয়। আমরা পরবর্তীকালে মোবাইলনির্ভর অনেক উদ্ভাবন দেখেছি। সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে গ্রামীণফোন ওয়ান একটি বড় পদক্ষেপ। একই মাধ্যমের আওতায় নানামুখী সেবা দেওয়া হচ্ছে। স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ডিজিটাল সুরক্ষাসহ গ্রামীণফোন ওয়ানে বিভিন্ন সুবিধা রয়েছে।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘বাংলাদেশের তরুণদের সীমাহীন সম্ভাবনার নানা কাজে গ্রামীণফোন যুক্ত। অসংখ্য নির্মাতা, গেমার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন পেশার মানুষের জন্য বিভিন্ন সেবা চালু করেছে গ্রামীণফোন। গ্রামীণফোন ওয়ান ইকোসিস্টেমের মাধ্যমে আরও গতিশীল, নিরাপদ ও বহুমাত্রিক ইন্টারনেটনির্ভর সেবা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবাকে ছড়িয়ে দেয়ার জন্য গ্রামীণফোন কাজ করছে।’

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম জানান, গ্রামীণফোন বিনোদন ও গেমিংনির্ভর নতুন সুবিধা তৈরি করছে। বায়োস্কোপ+ নামের সুবিধার মাধ্যমে ১১টি ওটিটির আধেয় (কনটেন্ট) দেখতে পারবেন গ্রাহকেরা। এ ছাড়া পাঁচ হাজারের বেশি অনলাইন গেম খেলা যাবে ইন্টিগ্রেটর ওয়ান গেমসে।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ বলেন, ‘ইন্টারনেট ও মুঠোফোন ব্যবহারকারীরা বিভিন্ন কৌশলে হ্যাকিংয়ের স্বীকার হন। জিপি শিল্ডের মাধ্যমে অনলাইন ঝুঁকির হাত থেকে রক্ষার সুযোগ দিচ্ছে গ্রামীণফোন ওয়ান। জিপিএফআই (ওয়্যারলেস হোম ব্রডব্যান্ড) ও আলো (আইওটি সলিউশন) নামের দুটি সেবা এই প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাচ্ছে।’

image

আপনার মতামত দিন