গত ফেব্রুয়ারিতে চেঞ্জ হেলথকেয়ার ইউনিটে ঘটে যাওয়া র্যানসমওয়্যার আক্রমণে প্রায় ১৯ কোটি আমেরিকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বৃহৎ স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান ইউনাইটেডহেলথ। শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর টেকক্রাঞ্চকে এই তথ্য নিশ্চিত করে স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠানটি।
জানা গেছে, চেঞ্জ হেলথকেয়ার, যা গ্রাহকের ডেটা এবং পেমেন্ট প্রসেসিং পরিচালনা করে। এই আক্রমণে প্রতিষ্ঠানটি বড় ধরনের তথ্য ফাঁসের শিকার হয়েছে। এমন সাইবার আক্রমণ মানুষের ব্যক্তিগত সংবেদনশীল তথ্য চুরি করে, যা পরিচয় চুরি ও আর্থিক প্রতারণার ঝুঁকি বাড়ায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতের তথ্য নিরাপত্তা যে আরও উন্নত করার প্রয়োজনীয়তা রয়েছে সেটি স্পষ্ট হয়েছে। বিশাল তথ্য ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাদের আর্থিক এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
ইউনাইটেডহেলথ জানিয়েছে, তারা এ ঘটনার কারণ খুঁজে বের করতে এবং ভবিষ্যতে এমন আক্রমণ রোধে পদক্ষেপ নিচ্ছে। সূত্র: টেকক্রাঞ্চ