ইংরেজি মুভির নায়কের লুকে মার্ক জাকারবার্গ

প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
হঠাৎ করে ইংরেজি মুভির নায়কের লুকে দেখা গেল মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে। যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে সমুদ্রে সার্ফিং করার সময় তাকে এ লুকে দেখা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুলাই) ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস। চোখ ধাঁধানো আতশবাজি আর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেছেন মার্কিনরা। তবে অন্যদের চেয়ে একটু ব্যতিক্রমীভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা।  

তিনি দিনটি পালন করতে সমুদ্রে সার্ফিং করেছেন। এ নিয়ে ইনস্টাগ্রামে একটা ভিডিও প্রকাশ করেছেন। নিজের সার্ফিং করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমেরিকা’।

ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে সমুদ্রে সার্ফিং করেছেন। পরনে ছিল ইংরেজি মুভির নায়কের স্টাইলে স্যুট। গলায় রয়েছে চেইন নেকলেস। চোখে রয়েছে মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা। সার্ফিং করার সময় হাতে ছিল একটা সফট ড্রিংকস। মাঝে মাঝে সেটা থেকে পান করছেন। আর পতাকা নেড়ে আনন্দ করছেন তিনি।

এরই মধ্যে শুধু ইনস্টাগ্রামে ৮ লাখ ৬৭ হাজার লাইক ও ২৩ হাজারের বেশি মন্তব্য পড়েছে ভিডিওতে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

image

আপনার মতামত দিন