জাপানে ব্যবহৃত স্মার্টফোনের চাহিদা বেড়েছে

প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
জাপানে সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত স্মার্টফোন বিক্রি ২০২৪ অর্থবছরে রেকর্ড ছুঁতে পারে বলে পূর্বাভাস দিয়েছে টোকিওভিত্তিক গবেষণা সংস্থা এমএম রিসার্চ ইনস্টিটিউট লিমিটেড।

সংস্থাটি জানিয়েছে, নতুন ডিভাইসের দাম বাড়ায় ক্রেতারা তুলনামূলক সাশ্রয়ী বিকল্পের দিকে ঝুঁকছেন। এতে দেশটিতে ব্যবহৃত স্মার্টফোনের চাহিদা বেড়েছে।

এমএম রিসার্চ ইনস্টিটিউট লিমিটেডের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে ব্যবহৃত স্মার্টফোন বিক্রি গত বছরের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৩১ লাখ ৫০ হাজার ইউনিটে পৌঁছতে পারে। টানা ছয় বছর ধারাবাহিকভাবে বিক্রি বাড়ছে এ ধরনের স্মার্টফোনের।

গবেষণা সংস্থাটি আরও জানায়, অন্যান্য ডিভাইসের দাম বাড়ার কারণে ব্যবহৃত স্মার্টফোনের বিক্রি আগামী কয়েক বছরে আরও বাড়তে পারে। ২০২৮ অর্থবছরে এটি ৪৩ লাখ ৮০ হাজার ইউনিটে পৌঁছতে পারে। ইয়েনের বিনিময় হার কমে যাওয়া ও কাঁচামালের উচ্চ দামের কারণে নতুন ডিভাইসের দাম আরও বাড়তে পারে।

এমএম রিসার্চের ভাইস প্রেসিডেন্ট হিদেয়াকি ইয়োকোটা বলেন, অনেক গ্রাহক গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া আইফোনসহ নতুন স্মার্টফোনের মডেল নিয়ে আগ্রহী হলেও খরচ করার ক্ষেত্রে বেশ সতর্ক। মানুষ এখন ব্যবহৃত পণ্যের প্রতি আরও আত্মবিশ্বাসী হচ্ছে। কারণ ব্যবহৃত স্মার্টফোনগুলোও কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যায়।

গবেষণা সংস্থাটি জানিয়েছে, চীনসহ অন্যান্য দেশের পর্যটকরাও ভালো অবস্থায় থাকা ব্যবহৃত আইফোন কিনছেন, যা বিক্রি বাড়ার পেছনে ভূমিকা রাখছে।

এর আগে ২০২৩ অর্থবছরে জাপানের মোট স্মার্টফোন বিক্রির ৯ দশমিক ৭ শতাংশই ছিল ব্যবহৃত স্মার্টফোন। চলতি অর্থবছরে তা ১০ দশমিক ৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ব্যবহৃত স্মার্টফোনের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান বেলং ইনক জানিয়েছে, রেস্টুরেন্টে ইনভেন্টরি ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সংরক্ষণের জন্য ডিজিটাল ডিভাইসের চাহিদা বেড়েছে। ফলে করপোরেট খাতেও ব্যবহৃত স্মার্টফোনের চাহিদা বাড়ছে।

ব্যবহৃত স্মার্টফোন বাজারকে সহায়তা দিতে আগ্রহী জাপানের যোগাযোগ মন্ত্রণালয়ও। সম্প্রতি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেল প্রস্তাব দিয়েছে, পূর্ববর্তী মালিকের বকেয়া বিলের কারণে টেলিকম অপারেটরদের ব্যবহৃত ডিভাইস ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা উচিত হবে না। সূত্র: জাপানটুডে।

image

আপনার মতামত দিন