মালদ্বীপে ক্যাবলস বাজারজাতের অনুমোদন পেয়েছে বাংলাদেশের কোম্পানি ওয়ালটন ক্যাবলস । ওয়ালটন গ্রুপের এ কোম্পানিকে সম্প্রতি মেইন পাওয়ার সাপ্লাই ও ডিস্ট্রিবিউশনে ব্যবহারের জন্য ক্যাবলস বাজারজাতের অনুমতি দিয়েছে মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি।
রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে ওয়ালটন বলেছে, তাদের রপ্তানি পণ্যের তালিকায় নতুন যুক্ত হল ক্যাবলস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে এয়ার কন্ডিশনারও রপ্তানি করেছে ওয়ালটন। দেশটিতে পর্যায়ক্রমে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী রপ্তানি শুরু করা হবে।
এতে বলা হয়, স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও ক্যাবলস রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে কোম্পানিটি। সেজন্য বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার কাছে আন্তর্জাতিক মানের ওয়ালটন ক্যাবলস বাজারজাতের অনুমতি দেওয়ার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মালদ্বীপে বাজারজাতের অনুমতি মিলেছে।
ওয়ালটন কেবলসের প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক বলেন, মালদ্বীপে ক্যাবলস বাজারজাতের আগে দেশটির ইউটিলিটি রেগুলেটরি অথরিটির কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়। বাজারজাত করা ক্যাবলসের গুণগতমান কেবলমাত্র আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করলেই সংস্থাটি অনুমোদন দেয়।
দেশটিতে অনুমতির জন্য ওয়ালটনের পরিবেশক 'রানফাউন প্রাইভেট লিমিটেড' এ আবেদন করেছে তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে দুটি চালান পাঠানো হয়েছে। আরো কয়েকটি চালান পাঠানোর কাজ চলছে।
ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার (সিবিও) রাজু আহমেদ বলেন, দেশটিতে কেবলসের প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে। প্রতিবছর চাহিদা বাড়ার সঙ্গে এই বাজারও বড় হচ্ছে।
নিরাপদ ও উন্নতমানের ক্যাবলস সরবরাহের মাধ্যমে দেশটির সম্ভাবনাময় বাজারে দ্রুত শক্তিশালী অবস্থান নেওয়ার আশা তার।