মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর ম্যানেজার টেস্টিং মোহাম্মদ সাইফুল আলম খান। এই সংবাদের মাধ্যমে তার পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি জানান, ‘‘খবর সংযোগ ডটকম (www.khoborsangjog.com) পত্রিকায় গত  ২০২৪ সালের ৯ আগস্ট প্রকাশিত ‘দেশ ছাড়ার চেষ্টায় পলকের সহযোগীরা’ শীর্ষক প্রতিবেদনে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনামের বিরুদ্ধে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে, যা আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে। উক্ত প্রতিবেদনে আমার পদমর্যাদা, কাজের ধারা বা চরিত্র সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য উপস্থাপন করে আমার প্রতি মানহানিকর মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণরূণে অগ্রহণযোগ্য ও আইন বহির্ভূত।’’

তিনি আরও জানান, ‘‘আমি দৃঢ়ভাবে উল্লেখ করছি যে, উক্ত প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। সংবাদটি প্রমাণ ছাড়াই এক তরফাভাবে লেখা হয়েছে। এটি আমার সামাজিক মর্যাদা, পেশাগত জীবনে ব্যাঘাত ঘটানোর পাশাপাশি আমার পরিবার ও সহকর্মীদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলেছে। কেননা একজন সরকারী কর্মকর্তা হিসাবে আমি কেবল আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে এসেছি। আমার ব্যাপারে কখনো ঘুষ দুর্নীতি কিংবা নারী-বিষয়ক কোন অভিযোগ আমার চাকরীকালীন এখনও পর্যন্ত আসেনি, যা মিথ্যাচার করে আপনার সংবাদ পোর্টালে প্রচার করা হয়েছে। এমনকি  এই প্রতিবেদন লেখার আগে সংবাদপত্র থেকে কেউ কিংবা প্রতিবেদক নিজেও আমার সাথে কোন যোগাযোগ করেননি। এ বিষয়ে কোন মতামতও নেননি।’’

 মোহাম্মদ সাইফুল আলম খান প্রতিবেদনে বিষয়ে দুটি দাবি উপস্থাপন করে আরও জানান,  ‘‘যত দ্রুত সম্ভব  এই মিথ্যা সংবাদটি খবর সংযোগ ডটকম অনলাইন পত্রিকা থেকে সরাতে হবে। আর ভবিষ্যতে এ ধরনের অসতর্কতা ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য কঠোর অভ্যন্তরীণ তদন্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী  সাত কার্যদিবসের মধ্যে উপরোক্ত বিষয়ের ব্যাপারে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।’’
image

আপনার মতামত দিন