তথ্যপ্রযুক্তির বিকাশে ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং সাইবার যুদ্ধ অন্য যেকোনও সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সাইবার স্পেসের সেসব মিথ্যা তথ্যের সত্যতা যাচাই করে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার দক্ষতা উন্নয়নে সরকারের তথ্য কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এবার প্রথমবারের মতো দেশের ৬৪ জেলা তথ্য অফিস, ৪টি উপজেলা তথ্য অফিস এবং ৭টি বিভাগীয় তথ্য অফিসের কর্মকর্তাদের ডিজিটাল আইডেন্টিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ দিতে যাচ্ছে আইসিটি বিভাগ।
রবিবার (৪ মে) আইসিটি টাওয়ারের বিশেষী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, গ্রামে আপতথ্য ও ভুয়া তথ্য যাচাইয়ের সুযোগ কম। অপরদিকে অবাধ তথ্য প্রবাহের সাথে সাথে ভুয়া খবর ও গুজব আসবেই। সেখানে যে কেউ ফেসবুক বা ইউটিউবে গুজব ছড়াতে পারে। সেটা মোকাবেলার জন্য আপনাদেরকে প্রশিক্ষিত করা এবং আপনাদেরকে যুগোপযোগী ও ওয়েল ইক্যুইপড করা হবে।
তিনি আরো বলেন, কেবল ভারত নয় গ্রাম থেকেও গুজব ছড়ানো হচ্ছে। রাজনৈতক দুরভিসন্ধিতে জুলাই অভ্যূত্থানে ছাত্ররা পুলিশদেরকে হত্যা করেছে এমন বয়ান ছড়ানো হচ্ছে। ধর্মীয় কোনো ইমামকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। তাই তথ্যকর্মকর্তাদের এ বিষয়ে সচেতন হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির মাধ্যমে গুজব ছড়ানো যা একটা সংগঠিত ক্রাইম। তাই প্রয়োজনে ফোকাস গ্রুপ করে আরো প্রশিক্ষণ দেয়া হবে।
তথ্যকর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রচুর ডেটা নিয়ে কাজ করেন। তাই ডেটার শুদ্ধতা যাচাই গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় সাইবার যুদ্ধের মুখোমুখি হবে এমন আশঙ্কা প্রকাশ করে বিশেষ সহকারি ফয়েজ আহমদ বলেন, সাধারণ মানুষকে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও গুজব বিষয়ে জনগণকে অ্যাওয়ার করতে হবে।
বিশেষ অতিথর বক্তব্যে প্রধান তথ্য অফিসার নিজামুল কবির বলেন, প্রধান উপদেষ্টার নির্দশনার ১০ দিনের মাথায় এই প্রশিক্ষণ দেয়া হলো। জেলা পর্যায়ে যেসব গুজব ছাড়ায় তা নিয়ে কাজ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহযোগিতা করলে এই প্রশিক্ষণ কাজে লাগবে। তবে গুজব ছড়ায় তারা বেশ শক্তিশালী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঁইয়া।
অগামীকাল ৫ মে সমাপনেীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। এর আগে গত ১৫-১৬ এপ্রিল একই বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা।