ন্যাশনাল টেলকো ওয়ার ফেয়ারে ব্লকচেইন ও এআইয়ের সেমিনার

প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ন্যাশনাল টেলকো ওয়ার ফেয়ার ২০০২৪। রাজধানীর আফতাব নগরে অবস্থিত এই উৎসবে রাজধানীর ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৩০০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।

দুই দিনের এই উৎসবে ব্লকচেইন ও এআই এর মতো পৃথিবী বদলে দেওয়া আসন্ন প্রযুক্তি নিয়ে বিভিন্ন সেমিনার হয়েছে, তেমনি প্রযুক্তি নির্ভর খেলা-ধূলায় মেতেছেন অংশগ্রহণকারীরা। গিগাবাইট অরাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ই-স্পোর্টস ক্যাটাগরিতে ইএ এফসি২৪ এবং ভ্যালোরেন্ট প্রতিযোগিতায় ছিলো শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ। প্রতিযোগিতাও হয়েছে উত্তেজনাপূর্ণ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে শুক্রবার বিকেলে পুরস্কার তুলে দিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দেক। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘এই প্রতিযোগিতা প্রযুক্তি-নির্ভর দক্ষতার প্রতিযোগিতা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা প্রদর্শন করে বিজয়ী হয়েছে। আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের মতো মেধাবী প্রজন্মই মূল ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মডারেটর, স্পন্সর টিমের সদস্যরা বক্তব্য দেন। তারা এই আয়োজনসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ছাত্র-ছাত্রীদের এসব প্রযুক্তিতে দক্ষতা বাড়ানো আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মো. তানজিম চৌধুরী, গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেডের কমিউনিটি ম্যানেজার মুস্তাফা মুনাওয়ার নাঈম, ই-স্পোর্টস ইভেন্ট কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম আবির।
image

আপনার মতামত দিন