অনলাইনে ৪ জন পেলেন গণমাধ্যম পুরস্কার 

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

পাঁচটি ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে ৪ জন অনলাইনে; টিভিতে ২ জন এবং ৫জন জাতীয় দৈনিক এবং বাকি ৪জনকে স্থায়ী ক্যাটাগরিতে গণমাধ্যম পুরস্কার দিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল।

অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক কালেরকণ্ঠের জুবায়ের আহমেদ, জাগো নিউজের আল-আমিন হাসান আদিব, ঢাকা পোস্টের আরাফত জোবায়ের এবং জাগো নিউজের ইয়াসির আরাফাত রিপন।

এদের মধ্যে আল-আমিন হাসান আদিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ক্যাম্পাস জীবনের শুরুতেই সাংবাদিকতায় হাতেখড়ি তার। তিনি যুগান্তর পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন।পড়াশোনা শেষে বার্তা২৪.কমের ‘স্টাফ করেসপন্ডেন্ট’ হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০২০ সালে জাগোনিউজ২৪.কম-এ যোগ দেন।

ইয়াসির আরাফাত রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। তিনি দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন (ইটিভি) এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪.কম-এ কাজ করার পর ২০২০ সালের নভেম্বরে জাগোনিউজ২৪.কম-এ যোগ দেন।

মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন আরাফাত জোবায়ের। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ক্রীড়া সাংবাদিকতা করছেন। দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদে আট বছর ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করার পর ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে ঢাকা পোস্টে সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করছেন তিনি। তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। 

টেলিভিশন ক্যাটাগরিতে এখন টিভির মেহেরিন এ্যানি ও চ্যানেল টোয়েন্টিফোরের জিনিয়া কবীর সূচনা পুরস্কার পেয়েছেন।

অরা জাতীয় সংবাদপত্র ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের মো. শাহেরীন আরাফাত, ডেইলি সানের রফিকুল ইসলাম, কালবেলার জাফর ইকবাল, প্রথম আলোর নাজনীন আখতার ও মানসুরা হোসাইন।

এছাড়া স্থানীয় সংবাদপত্র ক্যাটাগরিতে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির আওয়াল শেখ ও চট্টগ্রামের একুশে পত্রিকার  শরীফুল রুকন। এছাড়া বিজ্ঞাপন ক্যাটাগরিতে ট্রিম পিকচারের শাহেদ শাহরুখ এবং যন্ত্রাক্ষী ফিল্মসের হাসান রেজাউল পুরস্কার অর্জন করেন।

১৩ অক্টোবর, সোমবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার-উল-করিম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন ও জুরি বোর্ডের সদস্যরা।

ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ পরিচালনায় ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।

image

আপনার মতামত দিন