সিলেটের আম্বরখানায় প্রথম পরিবেশবান্ধব গ্রাহকসেবা কেন্দ্র চালু করেছে গ্রামীণফোন। বুধবার গ্রাহকসেবা কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ফারহা নাজ জামান বলেন, ‘সিলেটের এই গ্রাহকসেবা কেন্দ্রটি পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়তে গ্রামীণফোনের সংকল্পেরই প্রতিফলন। পরিবেশবান্ধব গ্রাহকসেবা কেন্দ্রটি দ্রুত ও মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করবে।’
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশবান্ধব গ্রাহকসেবা কেন্দ্রটি তৈরিতে টেকসই এবং পুনরায় ব্যবহার উপযোগী বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। শুধু তা-ই নয়, কেন্দ্রটিতে কাগজবিহীন ও প্লাস্টিকমুক্ত গ্রাহকসেবা দেওয়া হবে। ফলে ডিজিটাল সেবায় গতি আসবে, পরিবেশের ক্ষতিও কম হবে।
দেয়ালবাগান ও পরিবেশবান্ধব দৃশ্যের সমন্বয়ে তৈরি গ্রাহকসেবা কেন্দ্রটিতে একধরনের প্রাকৃতিক আবহ তৈরি করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রটির নকশায় যুক্ত করা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি। ফলে পরিবেশবান্ধব পরিবেশে প্রয়োজনীয় সেবা পাবেন গ্রাহকেরা।