সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে বিআইজেএফ-বিনের কর্মশালা

প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক বিশেষ কর্মশালা। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার শিরোনাম ছিল ‘এআই ইন জার্নালিজম’।

শনিবার বিন কার্যালয়ে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। এতে বিআইজেএফের সদস্যরা অংশ নেন।

বিন ট্রাস্টের চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে শুধু একাডেমিক যোগ্যতাই যথেষ্ট নয়, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এখন অপরিহার্য। সাংবাদিকতার মতো দ্রুত পরিবর্তনশীল খাতে এআই-এর দক্ষ ব্যবহার ভবিষ্যতে টিকে থাকার মূল চাবিকাঠি। আমাদের সাংবাদিকদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শিখতে হবে।’

বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম কর্মশালায় বলেন,‌‌ ‘সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা এমন আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি এবং উপভোগ করতে পারি। বিনকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণে বিআইজেএফ নিয়মিত আয়োজন ও অংশগ্রহণ করবে।’

তিনি আরও জানান, শিগগিরই আয়োজন করা হবে ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’। এতে দেশব্যাপী সেরা উদ্ভাবনগুলো অংশ নেবে।

তার ভাষায়, ‘এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে দেশীয় উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ও সৃজনশীল উদ্যোগগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হবে। বিজয়ীরা শুধু জাতীয় সম্মানই পাবেন না, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও মনোনীত হবেন। এর মাধ্যমে তারা বাংলাদেশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করবেন।’

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, বিশ্বজুড়ে এআই সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে। সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও প্রক্রিয়াকরণ থেকে শুরু করে সংবাদ প্রকাশের গতি বাড়ানো, সব ক্ষেত্রেই এআই নতুন মাত্রা যোগ করছে। চ্যাটজিপিটি ও জেমিনির মতো টুলগুলো কেবল কনটেন্ট তৈরিই করছে না, সংবাদ প্রক্রিয়ায় নতুন দৃষ্টিভঙ্গিও এনে দিচ্ছে।

বাংলাদেশেও সাংবাদিকতায় এআই-এর ব্যবহার দ্রুত বাড়ছে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

আয়োজকরা জানান, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এআই ইন জার্নালিজম- এর মতো কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা হবে। এসব কর্মশালার মাধ্যমে শুধু প্রযুক্তি শেখানোই নয়, বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাংবাদিকদের ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য প্রস্তুত করা হবে।

প্রসঙ্গত, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও তথ্যপ্রবাহের গতি বাড়াতে এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোকে নতুন মাত্রা দিচ্ছে। বাংলাদেশেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

image

আপনার মতামত দিন