শিল্পখাতে টেকসই প্রযুক্তি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাচলে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে (জিইউবি) অনুষ্ঠিত হয়ে গেলো দুদিনব্যাপী সপ্তম আইইইই এসটিআই-সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই-২০২৫) ৫.০ আন্তর্জাতিক সম্মেলন। বৃহস্পতিবার শুরু হওয়া এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শুক্রবার বিকেল পৌনে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ও সম্মেলনের পৃষ্টপোষক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইইইই বাংলাদেশ সেকশন চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, গ্রিন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান। 

অনুষ্ঠান পরিচালনা করেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ও গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ। এ বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘এআই যুগে প্রযুক্তিগত বিপ্লব এবং কর্মহীনতার আশঙ্কা।’  

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সাইদুর রহমান বলেন, ‘এসটিআই-২০২৫ সম্মেলন আমাদের দেখিয়েছে প্রযুক্তি ও পরিবেশ একসঙ্গে চললে টেকসই শিল্পায়ন সম্ভব। উপস্থাপিত গবেষণা আগামী দিনের শিল্প খাতকে নতুন দিকনির্দেশনা দেবে।’

সমাপনী বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গবেষণা, উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক শিল্প ৫.০-এর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমরা সব অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

গ্রিন ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ্যাপক ড. এএসএম শিহাব উদ্দিন জানান, এবারের সম্মেলনে সাতটি কী-নোট সেশন, তিনটি ওয়ার্কশপ, একটি প্যানেল আলোচনা এবং ২৪টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়েছে। মোট ৪৩৪টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্যে ১১৮টি উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। নির্বাচিত সেরা গবেষণা প্রবন্ধগুলো আইইইই এক্সপ্লোর ও স্কোপাস ইনডেক্স জার্নালে প্রকাশিত হবে।

দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিল্প বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলন দুই দিনের আলোচনার মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়।

image

আপনার মতামত দিন