এখন থেকে বিশ্বের অন্যতম শীর্ষ রিমোর্ট এক্সেস এন্ড কনট্রোল সফটওয়্যার রিয়ালভিএনসি'র সকল সেবা প্রদান করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
সম্প্রতি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং রিয়ালভিএনসি'র মধ্যে সেবা পরিবেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। রিয়ালভিএনসি'র মাধ্যমে যেকোন ব্যবসায় প্রতিষ্ঠান খুব সহজেই বিশ্বের যেকোনো স্থান থেকে নিরাপদে তাদের কম্পিউটার, সার্ভার এবং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস এবং পরিচালনা করতে পারবেন যার ফলে সময় ও খরচ সাশ্রয় হবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
রিয়ালভিএনসি'র মূল ফিচার এর মধ্যে রয়েছে- সিকিউর রিমোট এক্সেস যার মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করে যে ইউজারের সংযোগগুলি সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। এতে থাকছে ক্রস-প্ল্যাটফর্ম সাপোর্ট যার ফলে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, রাস্পবেরি পাই এবং মোবাইল ডিভাইস জুড়ে নির্বিঘ্নে কাজ করে।
রিয়ালভিএনসি'র মাধ্যমে যেকোন প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। কারন, এর মাধ্যমে আইটি টিম শারীরিকভাবে উপস্থিত না হয়ে দ্রুত রিমোট সহায়তা প্রদান করতে পারে। রিয়ালভিএনসি'র আরও দুটি গুরুত্বপূর্ন ফিচার হচ্ছে খরচ সাশ্রয় এবং স্কেলেবল লাইসেন্সিং।
এন্টারপ্রাইজ ও কর্পোরেট প্রতিষ্ঠান, এসএমবি প্রতিষ্ঠান, এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট, হেলথকেয়ার এবং ফ্রিল্যান্সারদের জন্য রিয়ালভিএনসি সবচাইতে বেশি কার্যকরী হতে পারে বলে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস এর সফটওয়্যার টিম। বিস্তারিত জানাতে কল করা যাবে ০১৭০৪১১৭২৩৬ এই নম্বরে।