তাইওয়ানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করছে বিসিএস ২৯ সদস্যের দল

প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সারা বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান ও নতুন পণ্য নিয়ে তাইওয়ানের রাজধানী তাইপেতে বসছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ‘টাইট্রনিক্স অ্যান্ড এআইওটি তাইওয়ান-২০২৫’ এর ৫১তম আসর। 

আগামীকাল বুধবার, (২২ অক্টোবর) তাইপের নানগ্যাঙ এক্সিবিশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রযুক্তি প্রদর্শনী।  

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর  পরিচালক মো. ইকবাল হোসাইন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ তোজাম্মেল উদ্দিন সিকদারের নেতৃত্বে এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন আরও ২৭ জন সদস্য।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রযুক্তি প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নেবেন। তাদের সঙ্গে বাণিজ্যিক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে বিসিএস নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন সেমিনার ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।  

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে প্রদর্শন করা হবে সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান ও নতুন পণ্য।   বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নানা অত্যাধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও এর ব্যবহার, রোবটিক্স ও বুদ্ধিমত্তাসম্পন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তি, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস (আইআইওটি) ও এমবেডেড সিস্টেম, ডিসপ্লে প্রযুক্তি, ইলেকট্রনিক উপকরণ ও যন্ত্রাংশ, আধুনিক মিটার ও মাপযন্ত্র, ডেটা সেন্টার সমাধান এবং অপটোইলেকট্রনিক প্রযুক্তি। পাশাপাশি থাকছে পরবর্তী প্রজন্মের যোগাযোগ প্রযুক্তি, সবুজ জ্বালানি, ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশন, ফাইভ-জি ও ব্রডব্যান্ড সংযোগ।

এছাড়াও ‘বিগ ব্যাং’ ও ‘বিগ ব্যাং স্টার্টআপ’ বিভাগে প্রদর্শিত হবে নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ। সেসাথে শিল্পপ্রক্রিয়া ও স্বয়ংক্রিয়ীকরণ এবং ভোক্তা পণ্য ও অটোমোটিভ প্রযুক্তিও থাকবে বিশেষ গুরুত্বের সঙ্গে। বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের জন্য এটি হয়ে উঠবে ব্যবসায়িক অংশীদারত্ব ও সহযোগিতা বৃদ্ধির একটি বড় প্ল্যাটফর্ম। 

প্রদর্শনী চলাকালীন বিভিন্ন প্যাভিলিয়নে তুলে ধরা হবে শিল্পখাতের অগ্রগতি ও আন্তর্জাতিক সহযোগিতার নানা সাফল্য। উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য থাকছে বিনিয়োগ, নেটওয়ার্কিং ও বাজার সম্প্রসারণের সুযোগ।

প্রদর্শনীটির মূল আয়োজক তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টিএআইটিআরএ) এবং তাইওয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (টিইইএমএ)। সহ-আয়োজক হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন। 

শুক্রবার (২৪ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীটি শেষ হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, শিল্পনেতা ও উদ্ভাবনী স্টার্টআপ প্রতিনিধিদের সমাবেশ ঘটবে। এটি শুধু তাইওয়ানের প্রযুক্তি খাতকেই শক্তিশালী করবে না, বরং বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনার দরজাও খুলে দেবে।

টাইট্রনিক্স হলো একটি আন্তর্জাতিক ইলেকট্রনিক্স শো, আর এআইওটি তাইওয়ান হচ্ছে তাইওয়ানের আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী। ইভেন্টে দর্শনার্থীরা সর্বাধুনিক পণ্য সরাসরি পর্যালোচনা এবং উদীয়মান প্রযুক্তির ট্রেন্ড সম্পর্কে জানার সুযোগ পান।
 

image

আপনার মতামত দিন