‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘Freelancer to Entrepreneur: Building a Sustainable Growth’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হয়। রবিবার (২৩ মার্চ) রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে এই সনদপত্র প্রদান করা হয়।
এবারে ৩টি ব্যাচ থেকে সনদপত্র লাভ করেছে মোট ৬০ জন ফ্রিল্যান্সার। এ বছরেই প্রথম চট্টগ্রামে একটি ব্যাচে ২০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিপিসি পরিচালক তরফদার সোহেল রহমান বলেন, “তথ্যপ্রযুক্তি শিল্পে ফ্রিল্যান্সাররা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি রপ্তানি আয় বৃদ্ধি পাবে । যারা সফলতার সাথে ট্রেনিং টি সম্পন্ন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং বাক্কোকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। সরকারের বিজনেস প্রমোশন কাউন্সিল বরাবরের মতোই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকবে”।
বাক্কোর সহসভাপতি মোঃ তানজিরুল বাসার বলেন, “বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) শিল্পের সম্ভাবনা দিন বাড়ছে, এবং এ খাতে অভিজ্ঞ ও দক্ষ পেশাদারদের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী ডিজিটাল সেবার প্রসারের কারণে বাংলাদেশে বিপিও শিল্পের বিকাশের এক অপার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা চাই, তরুণরা শুধু ফ্রিল্যান্সিং-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুক, যাতে তারা শুধু নিজের জন্যই নয়, বরং আরও অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে”।
বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ বলেন, “আমি নিজেও আমার ক্যারিয়ার শুরু করেছিলাম একজন ফ্রিল্যান্সার হিসেবে। তখন এতো প্রশিক্ষণের সুযোগ ছিল না, শিখতে হতো বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে। নতুন প্রজন্মের জন্য বাক্কোর এই প্রশিক্ষণটি একটি সুবর্ণ সুযোগ। আমি বিশ্বাস করি, এই কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে”।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এমরাজিনা ইসলাম, প্রতিষ্ঠাতা এমরাজিনা টেকনোলজিস; ফয়সাল মোস্তফা সিইও,ভাইজার এক্স লিমিটেড; মো: ফয়সাল খান সহকারী পরিচালক, বিজনেস প্রোমোশন কাউন্সিল; মোঃ মনজের হোসাইন প্রশিক্ষক; বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক, পিএসসি, এবং বাক্কো সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের উন্নয়নের লক্ষ্যে দেশের ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে সর্বপ্রথম ২০২২ সালে “Freelancer to Entrepreneur” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নেয় বাক্কো। এ উদ্যোগে সহযোগিতা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)।
এই কর্মশালার লক্ষ্য শুধুমাত্র ফ্রিল্যান্সারদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা নয়, বরং তাদেরকে দীর্ঘমেয়াদে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। গতবারও এ প্রশিক্ষণ কর্মশালা থেকে সনদপত্র অর্জন করেছিলেন ৬০ জন প্রশিক্ষণার্থী। ২০২২ সাল থেকে এ পর্যন্ত মোট ৩১৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে এই কর্মশালায় অংশগ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন, যা দেশব্যাপী দক্ষ ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ।