যশোর হাইটেক পার্কের সব দুর্নীতির তদন্তের দাবি

প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে টেকসিটিকে অবিলম্বে অব্যাহতি দিয়ে প্রতিষ্ঠানটির মাধ্যমে সংঘটিত অনিয়ম-দুর্নীতির তদন্ত করে তা সবার সামনে প্রকাশসহ ১০ দফা দাবি জানিয়েছেন পার্কটির বিনিয়োগকারীরা।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার বরাবর স্মারকলিপি পাঠিয়ে এই দাবি জানান তারা।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৭ সালের ১০ ডিসেম্বর যশোরে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয়। উদ্বোধনের অল্প কয়েক দিনের মাথায় তথ্যপ্রযুক্তি খাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ওয়াহেদ শরীফের কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেডকে পার্কটি পরিচালনার দায়িত্ব দেয়।  

তাদের সঙ্গে ‘গণবিরোধী চুক্তির’ মাধ্যমে এই কাজটি করা হয়। চুক্তির শর্ত অনুযায়ী পার্ক থেকে আহরিত রাজস্বের ৮২ শতাংশ পাবে টেকসিটি, যাদের এখানে কোনো বিনিয়োগ নেই।  

আর জনগণের ট্যাক্স ও বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত প্রকল্পের রাজস্ব আয়ের মাত্র ১৮ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। টেকসিটির দুর্নীতি, অনিয়ম-অব্যবস্থাপনাও ছিল ওপেন সিক্রেট।  

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, গণবিরোধী এই চুক্তি বাতিলের দাবিতে স্থানীয় বিনিয়োগকারীরা দীর্ঘদিন আন্দোলন করেছেন। এই বিষয়ে গণমাধ্যমে বহু রিপোর্টও প্রকাশিত হয়েছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয়ধারী ওয়াহেদ শরীফের দৌরাত্ম্য এতো বেশি ছিল যে, টেকসিটিকে সরানোর সমস্ত চেষ্টা ব্যর্থতা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের জয় হওয়ার পর বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনা পার্কে চড়াও হয়। এমন পরিস্থিতিতে স্থানীয় বিনিয়োগকারীরা পার্কটি থেকে শেখ হাসিনার নাম বাদ দেওয়া, ওয়াহেদ শরীফের কোম্পানির হাত থেকে সরকারি পার্কটিকে অবমুক্ত করা, তাদের অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান করা, বিনিয়োগকারীদের কাছ থেকে আদায়যোগ্য স্পেস রেন্ট, সার্ভিস চার্জ ও বিদ্যুৎ বিল বাংলাদেশ হাইটেক পার্কের অ্যাকাউন্টে গ্রহণ, যশোরের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্পেস রেন্ট নির্ধারণ, বিদ্যুৎ সমস্যার সমাধান করে যৌক্তিক বিল দেওয়া ও আগে ইস্যু করা ভৌতিক বিল প্রত্যাহারসহ নানা দাবিতে আন্দোলন গড়ে তোলেন।

স্মারকলিপি’র তথ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে গত ২৮ আগস্ট তথ্যপ্রযুক্তি বিভাগের একটি গুরুত্বপূর্ণ সভা হয়। সেই সভায় যশোরের ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’-এর নাম পরিবর্তন করে ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর’ নামকরণ এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে টেকসিটির সম্পাদিত গণবিরোধী চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়।
image

আপনার মতামত দিন