আয় বেড়েছে সেবা ও আবাসন খাতের কোম্পানিগুলোর

প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের তিন কোম্পানির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আয় ও কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের তিন কোম্পানির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আয় ও কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে। কোম্পানিগুলো হলো সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, শমরিতা হসপিটাল লিমিটেড ও ইস্টার্ন হাউজিং লিমিটেড। তবে এ খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।

তথ্যানুসারে, সামিট অ্যালায়েন্স পোর্টের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় হয়েছে ১৯০ কোটি ৮৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ কোটি ৭১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ কোটি ৩৮ লাখ টাকা। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সামিট অ্যালায়েন্স পোর্টের আয় হয়েছে ৪৪৬ কোটি ৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯৭ কোটি ৯৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটর কর-পরবর্তী মোট মুনাফা হয়েছে ৩৬ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২১ কোটি ৮৬ লাখ টাকা।

শমরিতা হাসপাতালের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৮ কোটি ৮৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে হাসপাতালটির আয় হয়েছে ২০ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২০ কোটি ৭৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটর কর-পরবর্তী মোট মুনাফা হয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ কোটি ৯৭ লাখ টাকা।

ইস্টার্ন হাউজিংয়ের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় হয়েছে ৭৯ কোটি ৯৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৫ কোটি ৮৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ কোটি ৯৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ কোটি ২৮ লাখ টাকা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে ইস্টার্ন হাউজিংয়ের আয় হয়েছে ১২২ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০৪ কোটি ১৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটর কর-পরবর্তী মোট মুনাফা হয়েছে ৩৮ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ কোটি ৩১ লাখ টাকা।
image

আপনার মতামত দিন