নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগ নিশ্চিতে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্লাটফর্ম চালু 

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্লাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে এ প্লাটফর্মটি তৈরি করা হয়েছে। 

জাতীয় সমন্বিত এ ডিজিটাল গেটওয়ে শ্রম অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন পক্ষকে এক প্লাটফর্মে যুক্ত করবে। এর মধ্যে রয়েছেন বিদেশ যেতে আগ্রহী কর্মী, রিক্রুটমেন্ট এজেন্সি, ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিদেশী নিয়োগকর্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং প্রত্যাবর্তন ও পুনর্বাসন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। 

ওইপির উদ্বোধন উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ঢাকার সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডেইপাক এলমার ও আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। 

image

আপনার মতামত দিন