বিক্রয় ডটকমের ‘প্রপার্টি গাইড’: ৪ মাসেই ৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্বনামধন্য অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম চলতি বছরের জুন মাসে ‘প্রপার্টি গাইড’ নামে একটি পোর্টাল ওপেন করেছে। পোর্টালটি চালু হওয়ার পর থেকে তা দ্রুত ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এই পোর্টালে গ্রাহকেরা আবাসনসংক্রান্ত সব তথ্য পাচ্ছেন, একই সঙ্গে বিক্রেতা বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করে তা কিনতেও পারছেন।

গত চার মাসে প্রপার্টি গাইড পোর্টালটিতে পাঁচ লাখের বেশি মানুষ ভিজিট করেছেন। যদিও কয়েক মাস ধরে বাংলাদেশের আবাসন খাতে কেনাবেচার গতি কিছুটা মন্থর, কিন্তু রিয়েল এস্টেটে বিনিয়োগের আগ্রহ গ্রাহকদের মোটেও কমেনি। ধীরে ধীরে এই খাত আবারও ঘুরে দাঁড়াচ্ছে।

প্রপার্টি গাইড প্ল্যাটফর্মটি ক্রেতাদের ডেটাভিত্তিক তথ্য ব্যবহার করে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। এই পোর্টালের অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর ‘ইন্টারঅ্যাকটিভ ম্যাপ’। এই ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে ক্রেতাদের পছন্দের লোকেশনের ফ্ল্যাট এবং জমির খোঁজ গ্রাহককে দিয়ে থাকে। ফলে আলাদা করে খোঁজাখুঁজি করার ঝঞ্ঝাট পোহাতে হয় না।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের পাশাপাশি লাভবান হচ্ছেন বিক্রেতারাও। ভাইয়া হাউজিং লিমিটেড, ফেয়ার বিল্ডার্স লিমিটেড এবং ক্যাটকিন্স লিমিটেডের মতো বিভিন্ন কোম্পানি তাদের প্রকল্প প্রপার্টি গাইডে তালিকাভুক্ত করছে। এই প্রকল্পগুলোর সব তথ্য ক্রেতারা পেয়ে যাচ্ছেন হাতের মুঠোয়।

চার মাস ধরে প্রপার্টি গাইড ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে বিক্রয় ডটকম ঢাকার জনপ্রিয় এলাকাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে আছে বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা, পূর্বাচল, মিরপুর ও ধানমন্ডি। বিশ্লেষণে দেখা গেছে, সম্ভাব্য ক্রেতারা এই এলাকার প্রকল্পের দামের ওঠানামা এবং অন্য অনেক তথ্য নিয়ে আগ্রহী।

বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, ‘প্রপার্টি গাইড পোর্টালে ব্যবহারকারীদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। রিয়েল এস্টেট বাংলাদেশের একটি ক্রমবর্ধমান সেক্টর এবং প্রপার্টি গাইড এই প্রবৃদ্ধির অংশ হতে চায়। শিগগিরই এটি ক্রেতা, বিক্রেতা, বিনিয়োগকারী ও ডেভেলপারদের একটি আস্থার নাম হয়ে উঠবে বলেই বিশ্বাস।’

বিস্তারিত জানতে ভিজিট করুন PropertyGuide.com.bd.
image

আপনার মতামত দিন