বন্যা কবলিত এলাকায় প্রিমিয়াম হোল্ডিংসের ত্রাণ বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অগাস্ট, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ভয়াবহ বন্যায় আক্রান্ত নোয়াখালীর বানভাসি মানুষের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রিয়েল এস্টেট কোম্পানি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড।

গত কয়েকদিন বন্যাকবলিত এলাকায় (মাইজদী, নোয়াখালী, ধর্মপূর) পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার, ঔষধ, খাবার স্যালাইন, খাবার পানি ইত্যাদি পৌঁছে দেন।

প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, আমরা বাংলাদেশের মানুষ সবসময় আপনাদের পাশে আছি, আপনারা সাহসের সঙ্গে এই বিপদের মোবাবিলা করুন। ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ত্রাণ কার্যক্রমে অংশ নেন।
image

আপনার মতামত দিন