বন্যা ঠেকাতে করাচিতে অভিনব নগর পরিকল্পনা

প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
দুই বছর আগের কথা। পাকিস্তানে আঘাত হানে বিধ্বংসী বন্যা। এ সময় বাস্তুচ্যুতদের বাড়ি পুনর্নির্মাণে এগিয়ে আসেন দেশটির প্রথম নারী স্থপতি ইয়াসমিন লারি, যার বয়স ৮৩ বছর। 

তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তনে প্রভাবিত এ ধরনের বিপর্যয়ে নাইজেরিয়া, বাংলাদেশ, ভারত বা জার্মানিসহ অনেক দেশে স্পঞ্জি সিটিজের ধারণা কাজে আসতে পারে। ইয়াসমিন লারি বলেছিলেন, ‘‌প্রতিটি দেশ, প্রতিটি শহর এখন কমবেশি এ ধরনের সমস্যার মুখোমুখি।’ 

এ প্রক্রিয়ায় মূলত বৃষ্টির পানি শোষণ ও বন্যা প্রশমিত করতে শহর ও বাড়িকে স্পঞ্জি করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাকিস্তানের হেরিটেজ ফাউন্ডেশনের সাহায্যে করাচিতে ইয়াসমিন লারির উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে ক্লাইমেট-স্মার্ট ইকো-স্ট্রিটস। 

ঐতিহ্যবাহী শপিং স্ট্রিটে বাস্তবায়ন হওয়া প্রকল্পটির নাম ডেনসো হল রাহগুজার প্রজেক্ট। এখানে ফুটপাতে স্থাপন করা হয়েছে পানি শোষণকারী টেরাকোটা। আছে ছোট ছোট বাগান ও বাড়তি পানি ধরে রাখার কূপ। দূষণ ও তাপের তীব্রতা কমাতে পারে এমন কিছু পদক্ষেপও নেয়া হয়েছে। 

ইয়াসমিন লারির ভাষ্যে, কংক্রিট অবকাঠামো প্রায়ই বন্যা বাড়িয়ে তোলার জন্য দায়ী, তাই পানি প্রবেশযোগ্য উপকরণ দিয়ে সড়ক ও ফুটপাত বা বাড়ি তৈরি করতে হবে। 

তিনি জোর দিয়ে বলেন, ‘প্রত্যেককেই কংক্রিট ব্যবহার বন্ধ করতে হবে।’ 

সব মিলিয়ে ভবিষ্যতে দক্ষিণ-এশিয়ার ঘনবসতিপূর্ণ শহরগুলোয় ইয়াসমিন লারির পদক্ষেপ নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: এফটি
image

আপনার মতামত দিন