‘সবুজে গড়ি বসত মোরা, বৃক্ষশোভিত নতুনধরা’-এই স্লোগানকে সামনে রেখে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে শুরু হয়েছে নতুনধরা একক আবাসন উৎসব।
সম্প্রতি দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন নতুনধরা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান ও ডিএমডি মেরীনা সাদী। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র পাওয়া নতুনধরায় প্লট বুকিং দিলেই থাকছে বিশেষ ছাড়। এছাড়াও নতুনধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের মালিক হওয়ার সুযোগ রয়েছে। উৎসবে গ্রাহকদের ভিড় দেখা গেছে।