কিউব হোল্ডিংস: শান্তি ও স্বস্তির ঠিকানা

প্রকাশ: মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বাংলাদেশের আবাসন খাতের সবচেয়ে বড় বাজার ঢাকাকেন্দ্রিক। এ কথা অস্বীকার করার উপায় নেই, ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর এবং নান্দনিক উপস্থাপনের জন্য আবাসন খাতের অবদানই সবচেয়ে বেশি।

কিউব হোল্ডিংস লিমিটেড এক দশক ধরে নান্দনিক উপস্থাপনার জন্য সমাদৃত হয়েছে। নাগরিক জীবনে ভবনের শৈল্পিক বাহ্যিক কাঠামোর বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি শতভাগ ব্যবহারে উপযোগী ফ্লোর প্ল্যান ও পরিবেশবান্ধব নির্মাণে কাজ করছে প্রতিষ্ঠানটি। দ্রুততম সময়ে গ্রাহকসেবা নিশ্চিত করাসহ অনেক বিষয়ের সংযোজনে কিউব হোল্ডিংস লিমিটেড ইতিমধ্যে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে।

শান্তি ও স্বস্তির ঠিকানা নির্মাণে কিউব হোল্ডিংস সমকালীন বিষয়কে প্রাধান্য দিয়েছে। ফেয়ার ফেস স্থাপনা, সবুজ টেরাস, রুফটপে সবুজ সমারোহ, ইলেকট্রিক কার চার্জিং সুবিধা, সুইমিং পুল, ব্যক্তিগত জ্যাকুজি, মাল্টিমিডিয়া রুম, গেমস রুমসহ আরও অনেক প্যারামিটার সংযোজন হচ্ছে কিউব হোল্ডিংসের নির্মাণ-কৌশলে। সময়ের সঙ্গে আধুনিক ধারণার সংযোজন অব্যাহত রেখেছে কিউব। বিশ্বায়নের নতুন ধারণার সঙ্গে নিজেদের সমন্বয়ের ব্যাপারেও সচেতন কিউব হোল্ডিংস লিমিটেড।
image

আপনার মতামত দিন