তিন দশকের যাত্রায় বিল্ডিং ফর ফিউচার ১০৫টি আবাসন প্রকল্পের মাধ্যমে ২ হাজারের বেশি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করেছে। এবারের রিহ্যাব আবাসন মেলায় তারা ১২টি প্রকল্পের ১২০টি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট প্রদর্শন করবে।
বিল্ডিং ফর ফিউচারের প্রকল্পগুলো রাজধানীর উত্তরা, মিরপুর, মাদানি অ্যাভিনিউ, আফতাবনগর, লক্ষ্মীবাজার, মোহাম্মদপুর ও কাঁঠালবাগানে অবস্থিত।
উত্তরা ৬ নম্বর সেক্টরে ৫ দশমিক ২৪ কাঠা জমিতে মন্দার নামে একটি আবাসিক প্রকল্প করছে বিল্ডিং ফর ফিউচার। সেখানে ৪৫ শতাংশ জায়গা ছেড়ে দিয়ে নয়তলা ভবন তৈরি করা হয়েছে। এর প্রতিটি তলায় রয়েছে একটি করে অ্যাপার্টমেন্ট, যার আয়তন ২ হাজার ২৬৫ বর্গফুট।
এদিকে মিরপুর মাজার রোডে প্রায় ২৫ কাঠা জমিতে ১৪ তলা গোল্ডেন শাওয়ার আবাসিক প্রকল্প গড়ে তুলছে বিল্ডিং ফর ফিউচার। এখানে অ্যাপার্টমেন্টের সংখ্যা ৭৪। কার পার্কিং থাকবে ৮৪টি। প্রকল্পটিতে অ্যাপার্টমেন্টের আয়তন ৯৬৫ বর্গফুট থেকে ১ হাজার ৫৪০ বর্গফুট।
রিহ্যাবের মেলায় ১০ শতাংশ মূল্যছাড় দেবে বিল্ডিং ফর ফিউচার।
আমরা উত্তরা, আফতাবনগর, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় নতুন আবাসন প্রকল্প নিয়েছি। সেসব প্রকল্পের অ্যাপার্টমেন্ট রিহ্যাব মেলায় বিক্রি হবে। আর মেলায় কোনো গ্রাহক বুকিং দিলে মোট মূল্যের ওপর ১০ শতাংশ মূল্যছাড় পাবেন।
লেখক: টুটুল সাহা, বিভাগীয় প্রধান, বিক্রয় বিভাগ, বিল্ডিং ফর ফিউচার