রূপায়ণ লেক ক্যাসল: আধুনিক স্বপ্নের আবাসন

প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
Image নিজস্ব প্রতিবেদক
news-banner
  ছবি: সংগৃহীত
আজকের আধুনিক নগরজীবনে শুধু একটি বাসা কেনার স্বপ্নই যথেষ্ট নয়। সেই স্বপ্নে চাই আধুনিক সুবিধাসম্পন্ন এবং উন্নত মানের নির্মাণশৈলীর সমন্বয়। ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকে অবস্থিত ‘রূপায়ণ লেক ক্যাসল’ তেমনই একটি আবাসন প্রকল্প, যা আধুনিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন।

১০৭ কাঠা জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন একটি প্রকল্প রূপায়ণ লেক ক্যাসল। প্রখ্যাত স্থপতি আব্দুল্লাহ আল ফয়সাল ও লিমনের নেতৃত্বে এই প্রকল্প ডিজাইন করা হয়েছে। ভিন্ন ধাঁচের নকশা ও আধুনিক নির্মাণ উপকরণ ব্যবহার করে নির্মিত এই প্রকল্প সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে রয়েছে ৫টি আধুনিক রেসিডেন্সিয়াল ভবন এবং একটি কমার্শিয়াল বিল্ডিং, যার ফ্ল্যাটগুলোর আয়তন ১,৪৮০ থেকে ৩,৬৪৫ বর্গফুট।

প্রকল্পটি আধুনিক নাগরিক জীবনের সব সুবিধা নিয়ে এসেছে। গার্ডেন, জগিং ট্র্যাক, রুফটপ সোশ্যালাইজেশন স্পেসের মতো সুবিধাগুলো প্রকল্পটির বিশেষ আকর্ষণ। এ ছাড়া ব্যাংকুয়েট হল, গেস্ট লাউঞ্জ এবং সর্বাধুনিক নিরাপত্তাব্যবস্থা রূপায়ণ লেক ক্যাসলকে একটি পূর্ণাঙ্গ আধুনিক জীবনযাপনের ঠিকানা হিসেবে উপস্থাপন করে।

এখানে পার্কিংয়ের সুব্যবস্থা, পাওয়ার ব্যাকআপ সিস্টেম এবং সিস্টেমেটিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আরও রয়েছে শিশুদের খেলার জায়গা এবং পারিবারিক বিনোদনের জন্য আলাদা সুবিধা। সবকিছু মিলিয়ে রূপায়ণ লেক ক্যাসল এমন একটি প্রকল্প, যা স্বপ্নকে বাস্তবতার রূপ দেয়।

স্বপ্নের আবাসন খুঁজছেন? রূপায়ণ লেক ক্যাসল আপনাকে সেই স্বপ্ন বাস্তবে রূপান্তর করার সুযোগ দিচ্ছে। আধুনিকতা ও আরামদায়ক জীবনযাপনের সংমিশ্রণে এটি হতে পারে আপনার আগামী দিনের স্থায়ী ঠিকানা।
image

আপনার মতামত দিন