সিদ্ধেশ্বরীতে কম্প্রিহেনসিভ হোল্ডিংসের অভিজাত প্রকল্প

প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ঢাকার বেইলি রোডের সিদ্ধেশ্বরী এলাকায় ৮৮ দশমিক ২৪ কাঠা জমিতে অভিজাত আবাসন কমপ্লেক্স গড়ে তুলছে কম্প্রিহেনসিভ হোল্ডিংস। প্রকল্পটির নাম কম্প্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং। 

এখানে ৪টি আবাসিক ভবন ও একটি কমউনিটি ভবন থাকবে। ১৫ তলাবিশিষ্ট একেকটি আবাসিক ভবনের প্রতি তলায় ৪টি করে অ্যাপার্টমেন্ট থাকবে। প্রতিটি অ্যাপার্টমেন্টের আয়তন ১ হাজার ৭৭৫ থেকে ২ হাজার ৩০০ বর্গফুট।

অনেকটা ইংরেজি ‘এল’ অক্ষর আকৃতির জমিতে গড়ে উঠছে এই প্রকল্পের ভবনগুলো। তার মাঝেই থাকবে বাচ্চাদের খেলার জায়গা। খোলামেলা পরিবেশে গড়ে ওঠা এই প্রকল্পে থাকবে আধুনিক সব সুযোগ–সুবিধা। পাঁচতলা বিশিষ্ট কমিউনিটি ভবনে ওয়েটিং লাউঞ্জ, ডিপার্টমেন্ট স্টোর, এটিএম বুথ, সভাকক্ষ, ৬ হাজার বর্গফুটের দ্বিতল কমিউনিটি হল, ব্যায়ামাগার, সুইমিংপুল ইত্যাদি সুবিধা থাকবে।

প্রকল্পের বাসিন্দাদের নিরাপত্তার জন্য পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। অগ্নিনিরাপত্তার জন্য রাখা হবে সবধরনের আধুনিক সরঞ্জাম। এ ছাড়া প্রতিটি ভবনেই থাকবে দুটি করে দ্রুতগতির লিফট। এ ছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য থাকবে বিশেষ একটি লিফট। সব মিলিয়ে শহরের প্রাণকেন্দ্রে আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠছে কম্প্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং।

image

আপনার মতামত দিন