গ্রাহকদের জন্য উদ্ভাবনী স্মার্ট হোম সল্যুশন আনতে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন।
বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সম্পাদিত চুক্তির আওতায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের আবাসন খাতে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে স্মার্ট হোম সুবিধা। এর মাধ্যমে প্রমীণফোন ‘আলো’’র বিভিন্ন অনুষজ্ঞ তথা গ্যাস ও স্মোক ডিটেক্টর, স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট সুইচ, যা বিটিআই এর আসন্ন আবাসন প্রকল্পগুলোতে ব্যবহার করা হবে।
বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান খান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানের উপস্থিতিতে এই চুক্তি সই হয়েছে।
গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, হেড অব লার্জ একাউন্টস এম শাওন আজাদ, হেড অব নিউ বিজনেস ডেভেলপমেন্ট আবদুল্লাহ আল মাহমুদ, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস আরভিদ চৌধুরী, হেড অব লার্জ একাউন্ট থ্রি এ.কে. এম হাবিবউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার শারমিন বিনতে বিল্লাল ও অন্যান্য কর্মকর্তারা। উদ্ভাবনী ও টেকসই আবাসনের প্রতি সমর্থন জানাতে এ সময় বিটিআই-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।