ভারতে আবাসন খাতে বিনিয়োগ করতে চায় আইএফসি

প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ভারতের আবাসন খাতে ১০ কোটি ডলার বিনিয়োগ করতে চায়। আইএফসি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এ বিনিয়োগ এইউ স্মল ফাইন্যান্স ব্যাংককে (এইউএসএফবি) ঋণ হিসেবে দেবে। এরা নন-ব্যাংকিং আর্থিক সংস্থা বাস্তু হাউজিং ফাইন্যান্সের শেয়ার কিনবে। 

এইউএসএফবি ভারতে বাড়ি কেনা বা নির্মাণের জন্য সাশ্রয়ী সুদে ঋণ দেয়। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের গোষ্ঠীর গৃহনির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য একটি অংশ ঋণ হিসেবে দেয়া হবে।

সঞ্জয় আগরওয়াল প্রতিষ্ঠিত এইউএসএফবি ভারতীয় রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কোম্পানিটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বিএসইতে (সাবেক বম্বে স্টক এক্সচেঞ্জ) তালিকাভুক্ত। গত সপ্তাহ পর্যন্ত কোম্পানির মূলধন ছিল ৫৯০ কোটি ডলার। এর আওতায় ২৫৮টি জেলায় ৭২৭টি লোকেশনে ৪৪ লাখের বেশি গ্রাহক রয়েছে।

আইএফসির এ বিনিয়োগ বাস্তু সংস্থাকে সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করতে সহযোগিতা করবে। এর মাধ্যমে পুঁজিবাজারে কোম্পানিটির উল্লম্ফন ঘটবে। এটা সম্ভব হলে কভিড-১৯-পরবর্তী মন্দা থেকে কোম্পানিটি বের হয়ে আসবে।

একই সঙ্গে কোম্পানিটি এখন থেকে পরিবেশবান্ধব সাশ্রয়ী মূল্যের আবাসন খাতে সহজ শর্তে ঋণ দিতে পারবে। পাশাপাশি ক্ষুদ্র গৃহনির্মাণে সহায়তা করতে পারবে। একই সঙ্গে পরিবেশ, সমাজ ও জলবায়ু ঝুঁকি প্রশমনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে।

বাস্তুর সদর দপ্তর মুম্বাইতে। এ সংস্থা সাধারণত নিম্ন ও মধ্যম আয়ের উপার্জনকারীদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন ঋণ দেয়। এটি জামানত হিসেবে সম্পত্তি ব্যবহার করে। মাইক্রো, স্মল ও মিডিয়াম আকারের উদ্যোগেও ঋণ দেয়। কোম্পানিটির ১৫টি রাজ্যে ১৮৯টি শাখা রয়েছে। এর পোর্টফোলিওর প্রায় ৪১ শতাংশ গ্রামীণ এলাকার প্রতিনিধিত্ব করে।

ভারতে সাশ্রয়ী মূল্য এবং পরিবেশবান্ধব আবাসন প্রতিষ্ঠান হিসেবে আইএফসির সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৩ সাল থেকে ভারতীয় হাউজিং ফাইন্যান্স কোম্পানি এবং ডেভেলপারদের মধ্যে ২৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে গত পাঁচ বছরেই বিনিয়োগ করেছে ১৪৯ কোটি ডলার। বিনিয়োগগুলো সাশ্রয়ী মূল্য এবং পরিবেশবান্ধব ক্ষুদ্র ঋণ দিতে ব্যবহার করা হয়েছে।

এছাড়া আইএফসি চেন্নাইভিত্তিক চোলামন্ডলাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সে ১৫ কোটি ডলার ঋণ বিনিয়োগের প্রস্তাব করেছে। এ মাসের শুরুর দিকে ডিলস্ট্রিটএশিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইএফসি ভারতীয় আবাসন ঋণ কোম্পানি এশিয়া ফাইন্যান্সারসকে ৭ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত ঋণ বিনিয়োগের প্রস্তাব করেছে।  সূত্র: নিক্কেই এশিয়া।
image

আপনার মতামত দিন