আইইবি’র প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খানের অনাকাঙ্খিত মৃত্যু নিয়ে ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’ ন্যাক্কারজনক এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট শনিবার (১০ মে) বিকাল ৩টায় প্রকৌশলীদের নিয়ে আইইবি মিলনায়তনে Extra-Ordinary General Meeting (EOGM) আয়োজন করেন।
জানা গেছে, এসময় আইইবি-এর অন্য আরেক পক্ষ ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’ বহিরাগত ১০০/১৫০ জন সন্ত্রাসী নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যাক্কারজনক হামলা করে। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সম্মানিত প্রকৌশলীদের উপর ইট-পাটকেল, গরম পানিসহ কেটলী, মরিচের গুড়া ইত্যাদি ব্যবহার করে হামলা চালায়। এই ন্যাক্কারজনক হামলায় সম্মানিত প্রকৌশলী ও পুলিশসহ ১০/১২ জন গুরুতর আহতসহ অনেক প্রকৌশলী আহত হন।
এদিকে আইইবি’র প্রাক্তন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান, এফ/৬১৯০ রবিবার (১২ মে) সকাল ১০:০০ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে হামলার সময় তিনি অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন না। ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’ তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে হামলায় তিনি আহত হয়ে মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার মৃত্যু কোনোবাহ্যিক আঘাত হয়নি।
অর্থাৎ প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খানের মৃত্যু ছিল স্বাভাবিক। তার মৃত্যুকে নিয়ে অপরাজনীতিকারী, মিথ্যা তথ্য প্রদানকারী এবং আইইবি ভাবমূর্তি ক্ষুণ্নকারী ‘কাইউম-হাবলু-মাহফুজ-ফজলু গং’ কে প্রকৌশলী সমাজ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইইবি কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।