শেরপুর সদর উপজেলা চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা ৪ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপি'র সদস্য ও নবগঠিত শেরপুর সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস, এম শহিদুল ইসলাম, ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটি সভাপতি ও জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর এর সভাপতি সাগির আহমেদ, জেলা বিএনপি'র তাঁতীবিষয়ক সম্পাদক ও নব নির্বাচিত সদর উপজেলা বিএনপি'র সদস্য মো. সাইদুর তালুকদার, জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপি'র সদস্য মো. আমিনুল ইসলাম আংগুর, শহর বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক ও নবগঠিত সদর উপজেলা বিএনপি'র সদস্য মো. সিরাজুল ইসলাম, চরশেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ, সাইদুর মেম্বর,যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসাইন, সদস্য সচিব মো. সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক রাজিব সরকার ও করিম মিয়াসহ উপস্থিত ছিলেন।
শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিয়নেরযোগিনীমুরা ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ফুটবল ম্যাচে এলাকার দুটি দল খেলোয়াড়রা অংশগ্রহন এ খেলায় স্থানীয় দর্শকরা উপভোগ করেন
প্রধান অতিথি, এস এম শহিদুল ইসলাম (ভিপি)সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, আমাদের এ এলাকা এতদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। আমাদের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। এই ইউনিয়ের মানুষদের এখনও কাচারাস্তায় চলতে হয়। আজকে যেহেতু খেলার আয়োজন করা হয়েছে তাই বক্তব্য সংক্ষিপ্ত করলাম।সামনে এই ইউনিয়নের উন্নয়ন ও নির্বাচন নিয়ে কথা বলব বলবো।