কোদালের কোপে বোমা বিস্ফোরণ, আহত কৃষক

প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে ফসলি জমিতে কাজ করার সময় মাদারীপুরের কালকিনিতে ফসলি জমিতে কাজ করার সময় বোমার বিস্ফোরণে মো. মোশারফ কাজী (৬৫) নামের এক কৃষক আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগরের কালাই সরদারেরচর এলাকায় এ ঘটনা ঘটে। মো. মোশারফ কাজী (৬৫) নামের এক কৃষক আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগরের কালাই সরদারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মো. মোশারফ কাজী তাঁর বাড়ির পাশের ফসলি জমিতে কোদাল দিয়ে কাজ করছিলেন। এ সময় কোদালের কোপ লেগে জমিতে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে মোশারফের মুখমণ্ডল ও সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানার পুলিশ।

চিকিৎসকের বরাত দিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, ওই কৃষকের মুখমণ্ডল ও শরীর ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আহত কৃষকের ছেলে মো. সোহেল কাজী বলেন, ‘জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোমা লুকিয়ে রাখে। আমার বাবা জমিতে কাজ করতে গিয়ে কোদাল দিয়ে মাটিতে আঘাত দিতেই ওই বোমা বিস্ফোরিত হয়। বাড়ির লোকজন দৌড়ে গিয়ে দেখে, বাবা জমির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

জমিতে কারা বোমা পুঁতে রেখেছে, এ বিষয় পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন। তিনি বলেন, ওই জমিতে আরও কোনো বোমা পুঁতে রাখা রয়েছে কি না, সেটাও দেখা হচ্ছে। পুলিশ দ্রুতই এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করবে।

আপনার মতামত দিন