শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক মো. খোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামি ও অজ্ঞাতনামা এক সহযোগীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, গোমড়া গ্রামের মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ।
এর আগে আহত সাংবাদিকের ছোট ভাই মো. হুমায়ুন খান বাদী হয়ে থানায় মামলা করেন। এতে আন্তঃজেলা চোরাকারবারি ও মাদকচক্রের সক্রিয় সদস্য মো. রাসেল মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ এবং আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, রাসেলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় চোরাচালান ও মাদক কারবার চলছিল। এ বিষয়ে সাংবাদিক খোরশেদ আলম ইত্তেফাকসহ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে রাসেল বাহিনী শুক্রবার রাতে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিন্দা জানিয়ে দ্রুত হামলার মূল হোতা রাসেলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, “মামলার এজাহারভুক্ত দুই আসামি ও অজ্ঞাতনামা একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”