দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় নতুন করে কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেও যেনো শেষ রক্ষা হলো না ইন্টারনেট সেবাদাতাদের বাণিজ্যিক সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর। অন্যান্য বাণিজ্যিক সংগঠনের মতো আইএসপিএবি-তেও প্রশাসক বসতে বলে জানা গেছে।
এর আগে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ৫ বাণিজ্যিক সংগঠনের মধ্যে বিসিএস, ই-ক্যাব ও বেসিসে প্রশাসক বসানো হয়।
জানা গেছে, বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের বিষয়ে আগামী ৯ মার্চ শুনানী করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই মধ্যে গত ৪ মার্চ মন্ত্রণালয়ের বাণিজ্যিক সংগঠন-২ (ডিটিও)-এর মহাপরিচালকের পক্ষ থেকে বর্তমান কমিটির সভাপতি ও আইএসপিএবি অফিস সচিবকে চিঠিও দেওয়া হয়েছে।
উপসচিব শুকরিয়া পারভিন স্বাক্ষরিত শুনানি চিঠি অনুযায়ী, শুনানিতে ডব্লিউটিও মহাপরিচালক, যৌথ মুলধনী কোম্পানি ও ফর্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক এবং এফবিসিসিআই প্রশাসকের সামনে শুনানিতে আলোচিত কমিটির সভাপতি ইমদাদুল হক, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, পরিচালক ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন এবং সদস্য তালহা ইবনে আলাউদ্দিন ও মো. মিজানকে উপস্থিত হতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি আইএসপিএবি’র ২০২৫-২৭ দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল পাঠানো হয় সদস্যদের কাছে। তফসিল অনুযায়ী, ২৪ মার্চ বিকেল ৪টায় প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করার কথা। ১৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। ২৭ এপ্রিল বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর ১৭ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।