বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল ও রিসোর্টে চলেছে চার দিনব্যাপী ‘বিডিনগ-২০ সম্মেলন ও কর্মশালা’। মূলভ্যেনুর তিনটি ক্লাসে ৩০ জন করে মোট ৯০ জন প্রশিক্ষণ নিচ্ছেন এই কর্মশালায়।
অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখছেন নেটওয়ার্ক অ্যান্ড ডিএনএস সিকিউরিটি, ভার্চুয়ালাইজেশন উইথ প্রক্সমক্স এবং অ্যাডভান্স রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে। কর্মশালা শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। ওইদিন বিডিনগের সভাপতি রাশেদ আমিন বিদ্যুতের সভাপতিত্বে এবারের ফেলো হিসেবে গবেষণা পত্র উপস্থাপন করবেন বিটিসিএল এর মিথি আক্তার, ফাইবার অ্যাট হোমের তাসনুফা জেরিন মৌ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাহাদী হাসান টুটুল, বাংলট্র্যাক কমিউনিকেশন এর সৈয়্যদ আব্দুর রহিম, আম্বার আইটি’র নূর ই আলম শেহাব, আইএফআইসি ব্যাংকের মেহেদী আল আমিন, ব্র্যাক ব্যাংক এর সাইফুল হাসান শান্ত ও সোল-বিডি’র সাদ আহনাফ।
সম্মেলনে বক্তব্য দেবেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ নেতৃস্থানীয়রা।
সূত্রমতে, ১১ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মশালায় প্রকৃত উৎস হিসেবে Ansible এবং PHPIPAM ব্যবহার করে ISP নেটওয়ার্কগুলিকে স্বয়ংক্রিয় করণের কৌশল বিষয়ে আলোকপাত করেন এডিএনটেলিকম এর আবু সুফিয়ান। ডটবিডি এসএলডি-তে ডিএনএসসেক প্রতিষ্ঠার কৌশল তুলে ধরেন অ্যাপনিক প্রশিক্ষক মোঃ আব্দুল আওয়াল। আইপিভি৬ স্ক্যানিং নিয়ে কারিগরি সেশন নেন আইআইজে এর ড. ইউশিনোবু মাতসুযাকি।
তিন দিনের এই কর্মশালায় ইউনিভার্সেল অ্যাক্সেপেটেন্স এর কারিগরি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন বিটিসিএল এর জয়িতা সেন রিম্পি এবং সাশ্রয়ী ও ভারসাম্য লোড ব্যবস্থাপনার কৌশল শেখাচ্ছেন বিডিরেন প্রশিক্ষক জামিলুর রহমান।
কর্মশালায় ফায়ারওয়াল, ডিএনএস এবং নেটওয়ার্ক সুরক্ষার আদ্যোপান্ত তুলে ধরছেন বিটলস সাইবার সিকিউরিটির শাহী মির্জা। এছাড়াও মেটা হেড লিমিটেডের মো. আরিফ হোসেন কুবারনেটসের ডিএনএস পারফরমেন্স অপ্টিমাইজেশন ও চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজিস এর ফরিদুল আলম হাইব্রিড মেশ ফায়ারওয়াল বিষয়ে দীক্ষা দিচ্ছেন।
মাইক্রেটিক এর ওপর হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন আম্বার আইটি’র লিড ট্রেইনার মো. মাহবুব হাসান পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমাম হাসান রেজা এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস এর একেএম জাহাঙ্গীর।
প্রসঙ্গত, এই আয়োজনের সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। পৃষ্ঠপোষকতা করছে অ্যাপনিক ও টিম সিমরু। ফেলোশিপ স্পন্সর করেছে ফ্লেক্সঅপটিক্স। গ্লোড স্পন্সর বিডিআইএক্স, বাহন ও বিডিরেন। আর সিলভার স্পন্সর আইকান ও এসটিটি।