ব্রাজিলে স্টারলিংকের ৭৫০০ স্যাটেলাইট পরিচালনার অনুমোদন

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ৭,৫০০টি নতুন স্টারলিংক স্যাটেলাইট পরিচালনার জন্য এলন মাস্কের স্পেসএক্স স্টারলিংকে অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ব্রাজিলের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অ্যানাটেল এ তথ্য জানিয়েছে।

অ্যানাটেল জানিয়েছে, এই সিদ্ধান্তটি অ্যানাটেল কর্তৃক বর্তমানে পরিচালিত ৪,৪০৮টি স্টারলিংক স্যাটেলাইটের দ্বিগুণেরও বেশি।

অ্যানাটেল জানিয়েছে, এই সিদ্ধান্তে ফ্রিকোয়েন্সি ব্যান্ড সম্প্রসারণও অন্তর্ভুক্ত রয়েছে, তারা ২০২৭ সালের জন্য স্পেসএক্সের অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার তারিখ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অনুমোদন সত্ত্বেও, অ্যানাটেল আরও বলেছে যে এর সদস্যরা ব্রাজিলের বর্তমান নিয়ন্ত্রক কাঠামো আপডেট করার প্রয়োজনীয়তা দেখেন, উল্লেখ করে যে বাজারের ডোমেন, স্থানিক স্থায়িত্ব এবং ডিজিটাল সার্বভৌমত্ব মোকাবেলায় একটি ফাঁক রয়েছে। সূত্র : রয়টার্স।

আপনার মতামত দিন