ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সর্বনিম্ন ১০ এমবিপিএস হলে গ্রাহকদের সাথে প্রতারণা করা হবে

প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সর্বনিম্ন ১০ এমবিপিএস করা হলে গ্রাহকদের সাথে প্রতারণা করা হবে বলে মত দিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

শনিবার (১৯ এপ্রিল) পেশাজীবী সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) আয়োজনে দেশে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতি দিতে চায় আইএসপিরা সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই মতামত ব্যক্ত করেন তিনি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার ইতিমধ্যে সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহারে গ্রাহক বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করেছে। তাছাড়া ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এমনিতেই বাংলাদেশের গ্রাহকরা আইটিসির মাধ্যমে যে ব্যান্ডউইথ ব্যবহার করেন, তা আসলে ইন্টারনেট নয়। এটি এক ধরনের ইন্টারটেইনমেন্ট ইন্টারনেট বলা যেতে পারে। ভারত থেকে কিনে আনছে মাত্র ৮০ টাকায় ১ জিবিপিএস, অথচ আমরা কিনছি লাখ টাকায়। আমরা প্রত্যাশা করেছিলাম সর্বনিম্ন গতি হবে ২০ এমবিপিএস এবং সর্বোচ্চ হবে ১০০ এমবিপিএস।

সংগঠনটির সভাপতি বলেন, বিটিআরসি যদি এই সিদ্ধান্ত গ্রাহকদের উপর চাপিয়ে দেয়া হয়, তা হবে অন্যায় এবং অযৌক্তিক। এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি।

আপনার মতামত দিন