নতুন নীতিমালায় থানা আইএসপি লাইসেন্স বহাল রাখার দাবি জানিয়ে দেওয়া স্মারকলিপি পেশের সাত দিনের মাথায় মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে বৈঠক করেছেন থানা আইএসপি ব্যবসায়ীদের সাত সদস্যের প্রতিনিধি দল।
বিটিআরসি কমিশনার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেসশন্স বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদের সঙ্গে বৈঠক শেষে তৃণমূল পর্যায়ের ইন্টারনেট সেবাদাতাদের প্রতিনিধিদেরকে চলমান লাইসেন্স রিফর্ম বৈঠেকে কমিটিতে অন্তর্ভূক্তির আশ্বাস দেওয়া হয়েছে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ওয়াইড কমিউনেশনস স্বত্বাধিকারী আনোয়ার আহমেদ মিঠু বলেছেন, আমাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। প্রাথমিক পর্যায় ৪ জন এবং চূড়ান্ত বৈঠকে একজন প্রতিনিধি থাকবেন। বিটিআরসি আমাদের পক্ষেই কথা বলছে, যেন আমাদের লাইসেন্স থাকে। আমাদের প্রত্যাশা নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়েছে। আমাদের আশ্বাস দিয়ে বলা হয়েছে গতানুগতিক মধ্যসত্বভোগীদের কমাতে এই রিফর্মের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিটিআরসি আমাদের কথা দিয়েছে, আমাদের ক্ষতি হয়, পুঁজি নষ্ট হয় এমন কোনো কাজ তারা করবে না।
জুবায়ের আইটি এক্সপার্ট স্বত্বাধিকারি জুবায়ের আহমেদ বলেন, আমাদের একজন প্রতিনিধি মূল বৈঠকে থাকবে। সে আমাদের চাওয়া তুলে ধরবে। এতে আমরা সঠিক তথ্য পাবো। আমাদের গুজবে কান দেওয়া যাবে না। বিটিআরসি সম্পর্কে আমাদের যে বাজে ধারণা ছিলো বৈঠকে তার নিরসন হয়েছে।
এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর আইএসপি’র স্বত্বাধিকারি সাঈদ ঈ আজমী শাওন, ডিজিটাল কমিউনিকেশনস ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, তুহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি রাইসুল ইসলাম তুহিন ও সিটি লিংক কমিউনিকেশনের স্বত্বাধিকারি তারিক হাসান তূর্য।
টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরিসি) চেয়ারম্যানকে দেওয়া স্মারকলিপির বিষয়ে সিদ্ধান্ত জানতে তারা সকালে কমিশন অফিসের নিচে জড় হন। কিন্তু চেয়ারম্যান বিদেশ সফরে থাকায় তা সম্ভব নয় বলে তাদেরকে জানানো হয়। এসময় ভবনের নিচে দেড় ঘণ্টায় তিন শতাধিক ব্যবসায়ী অবস্থান নিলে তারা বৈঠকের আমন্ত্রণ পান।
আমন্ত্রণ অনুযায়ী স্মারকলিপিতে স্বাক্ষরকারী সাত জন সদস্য বিটিআরসি কমিশনার (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেসশন্স বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে জমা দেওয়া ৫ দাবিতে আন্দোলনকারীদের পক্ষের যুক্তি উপস্থাপন করেন তারা।