ঢাকা ষষ্ঠ, কিন্তু শীর্ষে আছে কোন ৫ শহর

প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন পর্যটকদের জন্য বিশ্বের নিরাপদ ও ঝুঁকিপূর্ণ শহরের একটি তালিকা প্রকাশ করেছে। ঢাকা তাতে ষষ্ঠ ঝুঁকিপূর্ণ শহরের স্থান দখল করে আছে। অন্য শীর্ষ পাঁচটি শহরের নাম জেনে নিন এবারে।

সম্প্রতি প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস বিশ্বের নিরাপদ ও ঝুঁকিপূর্ণ শহরের একটি তালিকা প্রকাশ করেছে। এখানে মোট ৬০টি দেশকে স্থান দিয়েছে ফোর্বসের পরামর্শক দল। অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ ও ডিজিটাল নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা-এসব বিষয়ের নিরিখে নিরাপদ ও ঝুঁকিপূর্ণ শহরের তালিকাটি তৈরি করেছে প্রভাবশালী ম্যাগাজিনটি।

সিঙ্গাপুর, জাপানের টোকিও, কানাডার টরন্টো, অস্ট্রেলিয়ার সিডনি ও সুইজারল্যান্ডের জুরিখ যথাক্রমে শীর্ষ পাঁচ নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে। এবার তবে চলুন জেনে নিই কোন পাঁচটি শহর রয়েছে ফোর্বসের ঝুঁকিপূর্ণ শহরের তালিকার শীর্ষে। আমাদের ঢাকা অবশ্য আছে ষষ্ঠ স্থানেই।

ম্যানিলা
সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটি শহর ম্যানিলা। ফিলিপাইনের এ শহর ব্যক্তিগত নিরাপত্তাঝুঁকিতে পঞ্চম ও স্বাস্থ্যনিরাপত্তা-ঝুঁকিতে সপ্তম স্থানে আছে। পকেটমার ও ব্যাগ ছিনতাই ম্যানিলায় খুব নিয়মিত ঘটনা। জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক ও রাষ্ট্রীয় সম্পদ আর সুযোগের ঘাটতি থাকায় অর্থনৈতিক অস্থিরতাও চলমান।

লাগোস
নিম্নমানের জীবনব্যবস্থা, বাড়তি জনসংখ্যা, অপরাধ ও ট্রাফিক জ্যামের মতো সমস্যা নাইজেরিয়ার এই শহরকে করেছে ঝুঁকিপূর্ণ। ব্যক্তিগত নিরাপত্তা, উন্নত স্বাস্থ্যসেবা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রেও তাঁদের অর্জন অসন্তোষজনক। তাই ফোর্বসের এই তালিকায় আছে শহরটি চতুর্থ স্থানে।

ইয়াঙ্গুন
মিয়ানমারের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা সবার জানা। বলাবাহুল্য, এ দেশের বৃহত্তম শহরটি চলমান রাজনৈতিক অস্থিরতায় নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, উন্নয়নমূলক রাষ্ট্রসেবা দিতে ব্যর্থ হচ্ছে। নাগরিক জীবনযাপন সম্পূর্ণ বিঘ্নিত এ শহরে। উপরন্তু অপরাধপ্রবণতাও বেড়েছে আশঙ্কাজনক হারে। তাই ইয়াঙ্গুন এখন বিশ্বের তৃতীয় ঝুঁকিপূর্ণ শহর।

করাচি
পাকিস্তানের এই শহরটি ফোর্বসের পরামর্শক দলের তালিকায় ঝুঁকিপূর্ণ শহর হিসেবে দ্বিতীয় স্থান পেয়েছে। ব্যক্তিগত নিরাপত্তাঝুঁকির তালিকায় শীর্ষে শহরটি।  অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক অস্থিরতা শহরটিকে অনিরাপদ করে তুলেছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ অবকাঠামোও শহরটিকে করেছে বসবাসে অযোগ্য।

কারাকাস
ফোর্বস ম্যাগাজিনের ঝুঁকিপূর্ণ শহর নিয়ে করা গবেষণা প্রতিবেদনে সবার শীর্ষে রয়েছে ভেনেজুয়েলার শহর কারাকাস। এ তালিকায় কারাকাসের স্কোর সবচেয়ে বেশি। অপরাধ, নাগরিক অস্থিরতা, দুর্নীতি, গণতন্ত্রবিরোধী সরকারব্যবস্থা, অর্থনৈতিক ভারসাম্যহীনতা, অপহরণ ও স্থানীয় আইনের যথেচ্ছ প্রয়োগের কারণে ভেনেজুয়েলায় বেশ কিছু বছর থেকেই চলছে অস্থিরতা।

জীবনযাপনে নিরাপত্তার অভাব, সন্ত্রাস ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে ভ্রমণ অনুপযোগী মনে করা হচ্ছে কারাকাসকে। স্বাস্থ্যনিরাপত্তা-ঝুঁকি, অপরাধপ্রবণতার শীর্ষে এই শহর। সূত্র: ফোর্বস ও হাল ফ্যাশন
 
 লেখক: কানিজ ফাতেমা

আপনার মতামত দিন