এক সময় যা ছিল সাই-ফাই সিনেমার কল্পনা, আজ তা বাস্তবের দোরগোড়ায়। যানজটে আটকে থাকা শহরের আকাশপথে যদি গাড়ি উড়তে পারে। এ স্বপ্ন নিয়ে কাজ করে চলেছে অনেকেই। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ আলেফ অ্যারোনটিক্স-এর হাত ধরে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা বিশ্বের প্রথম বাস্তবিক অর্থে কার্যকর উড়ন্ত গাড়ি উদ্ভাবনে সফল হয়েছে।
ইনডিপেনডেন্ট ইউকের প্রতিবেদন জানিয়েছে, সম্প্রতি তারা তাদের তৈরি ‘মডেল জিরো’ নামের প্রোটোটাইপ গাড়িটির একটি পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে।
প্রযুক্তির যুগান্তকারী প্রয়োগ
আলেফের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়িটি প্রথমে একটি সাধারণ বৈদ্যুতিক গাড়ির মতোই রাস্তায় চলতে থাকে। যানজট থাকলে হঠাৎ করেই এটি সোজা ওপরে উড়াল দেয় এবং একটি পার্ক করা গাড়ির ওপর দিয়ে উড়ে যায়।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জিম ডুখোভনি বলেন, ‘শহরের বাস্তব পরিবেশে চালানো এই ড্রাইভ ও ফ্লাইট টেস্ট আমাদের প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি রাইট ভাইদের যুগান্তকারী আবিষ্কারের মতোই একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।’
প্রচলিত ধারণার বাইরে ডিজাইন
বর্তমানে বাজারে যেসব ‘ফ্লাইং কার’ স্টার্টআপ রয়েছে, তাদের অধিকাংশই ড্রোন-নির্ভর কোয়াডকপ্টার ডিজাইন ব্যবহার করে, যেখানে গাড়ির বাইরের অংশে রোটর ব্লেড থাকে। আবার কিছু ফোল্ডিং উইং ব্যবহার করে, যেগুলো উড়ার জন্য অনেক জায়গা প্রয়োজন হয়। কিন্তু আলেফের মডেল জিরো দেখতে অনেকটাই সাধারণ গাড়ির মতো। এর রোটর ব্লেড গাড়ির চেসিস বা মূল কাঠামোর ভেতরেই লুকানো, যা ডিজাইন ও কার্যকারিতার দিক থেকে একে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
কর্মক্ষমতা ও পরিসর
মডেল জিরো পুরোপুরি বৈদ্যুতিক এবং সড়কপথে একটানা ৩২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আকাশপথে এটি উড়তে পারে ১৬০ কিলোমিটার পর্যন্ত।
সবার জন্য উড়ন্ত গাড়ি
২০১৫ সালে প্রতিষ্ঠিত আলেফ অ্যারোনটিক্স দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে এমন একটি উড়ন্ত গাড়ি তৈরি করতে চায়, যা শুধু ধনীদের বিলাসিতা নয়, সাধারণ মানুষের জন্যও সহজলভ্য হবে। বর্তমানে তারা আরও উন্নত ও বাণিজ্যিক সংস্করণ ‘মডেল এ’ বাজারজাতের প্রস্তুতি নিচ্ছে, যার দাম শুরু হবে প্রায় ৩ লাখ মার্কিন ডলার থেকে। এরই মধ্যে ৩ হাজার ৩০০টিরও বেশি প্রি-অর্ডার পেয়েছে তারা।
এছাড়া প্রতিষ্ঠানটি ভবিষ্যতে একটি অপেক্ষাকৃত কম দামের সংস্করণ ‘মডেল জেড)’ বাজারে আনবে, যার সম্ভাব্য মূল্য মাত্র ৩৫ হাজার ডলার।
উৎপাদনে প্রস্তুত
আলেফ ইতোমধ্যেই উৎপাদনের জন্য চুক্তি করেছে পুকারা অ্যারো এবং এমওয়াইসি নামের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে, যারা পূর্বে এয়ারবাস ও বোয়েংয়ের মতো জায়ান্টদের জন্য অ্যাভিয়েশন-গ্রেড যন্ত্রাংশ তৈরি করেছে।
আলেফের ওয়েবসাইট অনুযায়ী, তাদের গাড়িটি সাধারণ রাস্তার গাড়ির মতোই চালানো যাবে। প্রয়োজন এটি হলে সোজা ওপরে উড়াল দিতে পারবে। ট্র্যাফিক জ্যামের ওপর দিয়ে সহজে উড়ে যেতে সক্ষম। সাধারণ পার্কিং বা গ্যারেজে রাখা যাবে। সকল প্রচলিত ট্রাফিক নিয়ম মেনেই চলবে গাড়িটি।
আলেফ অ্যারোনটিক্সের এই সাফল্য আমাদের ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। রাস্তায় চলা এবং আকাশে ওড়া, এই দুইয়ের সমন্বয় আধুনিক শহর জীবনের যানজট, দূষণ ও সময় ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সূত্র: ইনডিপেনডেন্ট ইউকে