ডিজাইনে পরিবর্তন, এয়ারপডসে নতুন রঙ আনতে পারে অ্যাপল

প্রকাশ: শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে সাদা রঙেই পরিচিত অ্যাপলের এয়ারপডস। তবে সে পরিচিত নকশা বদলে রঙিন এয়ারপডস আনার বিষয়টি ফের আলোচনায় এসেছে।

দীর্ঘদিন ধরে সাদা রঙেই পরিচিত অ্যাপলের এয়ারপডস। তবে সে পরিচিত নকশা বদলে রঙিন এয়ারপডস আনার বিষয়টি ফের আলোচনায় এসেছে। টিপস্টারের বরাতে ফাঁস হওয়া কিছু প্রাথমিক নমুনার ছবি থেকে এমন ইঙ্গিত মিলেছে। 

প্রায় এক দশক ধরে অ্যাপলের এয়ারপডস মানেই ছিল সাদা রঙের ডিজাইন। সে ধারাবাহিকতা ভেঙে এবার উজ্জ্বল ও বিভিন্ন রঙের এয়ারপডস বাজারে আনার কথা ভাবছিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফাঁস হওয়া কয়েকটি ছবিতে গোলাপি ও হলুদ রঙের এয়ারপডসের নমুনা দেখা গেছে।

রঙিন এ ছবিগুলো শেয়ার করেছেন টিপস্টার কোসুতামি। এর আগেও তিনি আইফোন ৭-এর রঙের সঙ্গে মিলিয়ে এয়ারপডসের বিভিন্ন পরীক্ষামূলক সংস্করণ তৈরির তথ্য ফাঁস করেছিলেন। তার দাবি, এগুলো প্রথম প্রজন্মের এয়ারপডস তৈরির সময়কার অভ্যন্তরীণ পরীক্ষামূলক মডেল। তখন অ্যাপল একাধিক ডিজাইন নিয়ে পরীক্ষা চালিয়েছিল। এসব রঙিন সংস্করণ কেবল ধারণা নয়, বরং সম্পূর্ণ প্রস্তুত নমুনা।

নাইন টু ফাইভম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এসব রঙিন এয়ারপডসের নকশা অনুপ্রাণিত হয়েছিল আইফোন ৫সি মডেলের রঙিন ধারণা থেকে। তখন তরুণ ব্যবহারকারীদের কথা ভেবে অ্যাপল তাদের পণ্যে প্রাণবন্ত রঙ ব্যবহার করেছিল। একই ধারায় এয়ারপডসেও ভিন্ন রঙ আনার চিন্তা করা হলেও শেষ পর্যন্ত বাজারে কেবল সাদা রঙের সংস্করণই আনা হয়।

যদিও এসব রঙিন এয়ারপডস কখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি। তবে এতে অ্যাপলের ডিজাইন ভাবনার ভিন্ন দিক স্পষ্ট হয়। উল্লেখযোগ্য বিষয় হলো এয়ারপডস বাজারে আসার প্রায় ১০ বছর পর আবারো এ ধারণা আলোচনায় ফিরেছে।

এর আগেও অ্যাপল রঙিন এয়ারপডস নিয়ে পরীক্ষা চালিয়েছে। ২০২৩ সালে আইফোন ৭ সিরিজের সঙ্গে মানানসই করতে গোলাপি, লাল, বেগুনি ও কালো রঙে এয়ারপডসের পরীক্ষা চালানো হয়েছিল। তবে সেসব উদ্যোগ তখন সফল হয়নি।

সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী প্রযুক্তি পণ্য ব্যবহারের আগ্রহ বাড়ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ চাহিদার কারণে ভবিষ্যতের এয়ারপডস সংস্করণে হালকা বা নির্দিষ্ট রঙ যুক্ত হতে পারে। ম্যাকবুক ও আইপ্যাডে যেমন বিভিন্ন রঙের ব্যবহার দেখা গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে।

image

আপনার মতামত দিন