৭ কোটির বেশি স্মার্টফোন বিক্রির নতুন রেকর্ড গড়ল অনর

প্রকাশ: শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বৈশ্বিক স্মার্টফোন বাজারে নতুন এক মাইলফলক ছুঁয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনর। প্রথমবারের মতো এক বছরে তাদের স্মার্টফোন বিক্রি সাত কোটির ঘর ছাড়িয়েছে, যা চলমান বাজার পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির অবস্থানকে আরো দৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে। 

অনরের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালজুড়ে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ৭ কোটি ১০ লাখের বেশি স্মার্টফোন সরবরাহ করেছে। এটি আগের বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।

অনেক বড় স্মার্টফোন নির্মাতারা যখন গ্রাহক ধরে রাখতে হিমশিম খাচ্ছেন, তখন অনরের এ প্রবৃদ্ধি বাজারে আলাদা করে নজর কেড়েছে বলে মন্তব্য করেছেন তারা।

কোম্পানির তথ্যানুযায়ী, এ সাফল্যের বড় অংশ এসেছে চীনের বাইরের বাজার থেকে। অনরের ইতিহাসে এ প্রথম মোট বিক্রির অর্ধেকের বেশি স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়েছে। এক বছরের ব্যবধানে বিদেশী বাজারে অনরের বিক্রি বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। বিশেষ করে লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১ কোটির বেশি ফোন বিক্রি করে শক্ত অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের ১৭টি দেশে স্মার্টফোন বাজারের অন্তত ১০ শতাংশ অংশীদারত্ব অনরের দখলে।

কিছু নির্দিষ্ট দেশে অনর এখন গ্রাহকদের প্রথম পছন্দের ব্র্যান্ডে পরিণত হয়েছে। মালয়েশিয়ায় স্মার্টফোন ও ট্যাবলেট উভয় ক্ষেত্রেই শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এ জনপ্রিয়তা ধরে রাখতে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর দিকে জোর দিচ্ছে অনর। এর অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশে একটি আধুনিক কারখানা স্থাপন করেছে তারা। স্থানীয়ভাবে ফোন সংযোজনের ফলে দ্রুত পণ্য সরবরাহের পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, যা দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে।

আগামী ২০২৬ সালকে সামনে রেখে অনর এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে কোম্পানি সংশ্লিষ্টরা। পাশাপাশি গাড়ি নির্মাতা বিওয়াইডির সঙ্গেও প্রযুক্তি সমন্বয়ের মাধ্যমে নতুন উদ্ভাবনের কাজ চলছে।

স্মার্টফোনের বাইরে অন্যান্য গ্যাজেট বাজারেও নিজেদের অবস্থান জোরালো করছে অনর। বিশ্ববাজারের জন্য তারা এরই মধ্যে ওয়াচ ফাইভ আল্ট্রা ও প্যাড ভি৯ ট্যাবলেট উন্মোচন করেছে। কানে ব্যবহৃত উচ্চমানের ডিভাইস থেকে স্মার্ট ঘড়ি পর্যন্ত নানা পণ্যের মাধ্যমে গ্রাহকদের একটি নিরবচ্ছিন্ন প্রযুক্তি অভিজ্ঞতা দিতে চায় প্রতিষ্ঠানটি। সূত্র: গিজচায়না।

image

আপনার মতামত দিন