শক্তিশালী ইঞ্জিন ও অত্যাধুনিক ফিচারে বাজারে এলো নতুন ভেসপা স্কুটার। যার মডেল ২০২৫ ভেসপা জিটিএস ৩১০। আপগ্রেড হিসেবে এতে ৩১০ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন পেয়েছে। যেখানে ভেসপা জিটিএস ৩১০ মডেলে দেওয়া হয়েছিল ২৭৮ সিসির ইঞ্জিন।
এই নতুন ইঞ্জিন থেকে ৭৭৫০ আরপিএম গতিতে ২৫ বিএইচপি শক্তি এবং ৬০০০ আরপিএম গতিতে ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। এ থেকে বলা যায়, এবারের ভেসপা এখনও পর্যন্ত সর্বাধিক শক্তিশালী ইঞ্জিন পেয়েছে।
ভেসপা জানিয়েছে, ইঞ্জিনটি আগের চেয়ে আরও মসৃণভাবে চলবে। ইঞ্জিনের অভ্যন্তরীণ কিছু পরিবর্তনের কারণে এটি সম্ভব হয়েছে। এতে ক্র্যাঙ্ককেসের কম্পন হ্রাস করা হয়েছে, এবং একটি নতুন ইসিইউ ও ফুয়েল ইনজেক্টর যুক্ত করা হয়েছে। সংস্থার দাবি, নতুন জিটিএস ৩১০-এর সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টা প্রতি ১৩০ কিমি। নিরাপত্তার জন্য এতে ট্রাকশন কন্ট্রোল ও এবিএস ফিচার স্ট্যান্ডার্ড হিসাবে যোগ করা হয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে, ভেসপা জিটিএস ৩১০ সংস্থার আদি ঘরানা ধরে রেখেছে। সামনে সুন্দর স্টাইলিং, সাইড প্যানেল এবং পেছনের অংশটি পূর্ববর্তী মডেলগুলোর মতোই আকর্ষণীয়। স্কুটারটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে –জিটিএস সুপার এবং জিটিএস সুপারস্পোর্ট। এগুলোর পার্থক্য মূলত চাকার রঙ, গ্রাফিক্স ও আসনের নকশায়।
এখনও পর্যন্ত ভেসপা জিটিএস ৩১০ মডেলের দাম ঘোষণা করেনি। এটি ভারতে আসার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তবে বলা যায়, বিশ্ববাজারে ভেসপাপ্রেমীরা স্কুটারটির নয়া ভার্সন পেয়ে বেশ খুশিই হবেন।