এইচএসসি পর্যায়ে গুণগত শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ বরাবরই একটি আকর্ষণীয় নাম। প্রতিবছরের মতো এবারও কলেজটি একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হতে আগ্রহীরা ২৯ জুলাই মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে ১২ আগস্ট রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।
আসনসংখ্যা-
বিজ্ঞান বিভাগে আসন ৩০০টি, মানবিক শাখায় আসন আছে ৮০টি এবং ব্যবসায় শিক্ষায় আসন ৮০টি। মোট ৪৬০ শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার বিষয়-
২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে, তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় আবেদন করবে, তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
ক). বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খ). মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গ). ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা-
বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ভার্সন জিপিএ-৪.৭৮, মানবিক বিভাগ জিপিএ-২.৫০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৩.৫০।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে-
বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩ থাকতে হবে।
আবেদন ও পরীক্ষার যাবতীয় তথ্য সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।