‘আমি সেই সব না হয়েও অনেক কিছু পারি, এটাই আমার সফলতা’

প্রকাশ: রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত


বাসে করেই সব সময় যাতায়াত। এটা আমার প্রতিদিনের ঘটনা। কখনো বসে, কখনো ঝুলে, কখনো ড্রাইভারের পাশে বা গেটের দরজার সাথে।

 

এতে লজ্জার কিছু নেই, বাসে চড়া মানুষেরা সাহসী, পরিশ্রমী, গতিশীল। তারা তাদের জীবিকা স্বপ্ন পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ। বাস থেকে যে স্বপ্ন শুরু হয় সেটা প্লেনে গিয়েও ঠেকে।

 

আমি কখনো কোন ব্যক্তিকে ফালতু মোটিভেশন দেই না। কাউকে বলি না যে তুমি রাতারাতি সব পরিবর্তন করে সফল হয়ে যাবে। কিন্তু, সবাইকে সাহস দেই যে কিভাবে এর মাঝেই টিকে থাকতে হয়। সৃষ্টি কর্তা নিজেই বলেছেন যে, সে জাতিকে ততক্ষণ পর্যন্ত দিবেন না যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করা হয়। তাই চেষ্টা চালিয়ে যেতে হবে।

 

আমাকে অনেকেই বলেন যে, আমি খুব সফল কোন ব্যক্তি না তবুও সফলতার কথা, অনুপ্রেরণার কথা বলি কেন? আমি উত্তরে বলি, আপনারা এতো সফল হয়েও যেটা পারেন না আমি সেই সব না হয়েও অনেক কিছু পারি, এটাই আমার সফলতা।

 

মো. সোলায়মান  আহমেদ  জীসান-এর  ফেসবুক  থেকে . . . 

আপনার মতামত দিন