বদলি আদেশ ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার জারি করা এ-সংক্রান্ত আদেশে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমী। বুধবার সেটি প্রকাশ করেছে এনবিআর।
বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন কর অঞ্চল-২, ঢাকার কর পরিদর্শক লোকমান হোসেন; আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান; কর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পশ্চিম) সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথি; কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) সহকারী রাজস্ব কর্মকর্তা রৌশনারা আক্তার; কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) সিপাই সালেক খান এবং কর অঞ্চল-১৪, ঢাকার প্রধান সহকারী (নাজির) বি এম সবুজ।
এনবিআরের আদেশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুনের জারি করা বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় ওই কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্তকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লিখিত কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্তপূর্বক অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে একই কারণে মঙ্গলবার ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপপরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম; ভ্যাট গোয়েন্দার অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; কর অঞ্চল-৮, ঢাকার অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; কর অঞ্চল-২, ঢাকার বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার) মাসুমা খাতুন; কর অঞ্চল-১৫, ঢাকার যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ; কর অঞ্চল, কুষ্টিয়ার যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান; কর অঞ্চল, নোয়াখালীর যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; কর অঞ্চল, কক্সবাজারের যুগ্ম কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান; কর অঞ্চল, খুলনার উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম; কর অঞ্চল, রংপুরের উপকর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী; কর অঞ্চল, কুমিল্লার উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল; এনবিআরের দ্বিতীয় সচিব (উপকমিশনার) শাহাদাত জামিল; কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্মতা সবুজ মিয়া এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর।