ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ এখন দেশের ৬৪টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ১৬২টি শাখার ২ লাখ ১০ হাজার সদস্যের সঞ্চয় ও ঋণের অর্থ ব্যবস্থাপনা করছে তাদের অ্যাপের মাধ্যমে। এর ফলে সদস্যরা এখন খুব সহজেই বিকাশ অ্যাপের 'মাইক্রোফাইন্যান্স' অপশনে গিয়ে কয়েকটি ধাপে কিস্তি পরিশোধ করতে পারছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাশ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে, সম্প্রতি বিকাশ এর প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ই-ভিপি ও হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী ও মাইক্রোফাইন্যান্স পেমেন্ট এর ভিপি তারিকুল ইসলাম এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইউনুস, ডিরেক্টর মো. মুজিবুর রহমান, মো. এ ডব্লিউএম ওয়াহিদুজ্জামান ও মো. আব্দুর রউফ ভুঁইয়া।