রেমিট্যান্স গ্রাহকদের জন্য বিকাশের লাখ টাকার বিশেষ অফার

প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘টাচ এন গো’র মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী একজন প্রবাসীর স্বজন প্রতি মাসে পেতে পারেন এক লাখ ৫০ হাজার টাকার মিনিস্টার পণ্যের কুপন। 

পাশাপাশি প্রতি সপ্তাহে আরও পাঁচজন করে পাচ্ছেন ২৫ থেকে পাঁচ হাজার টাকার কুপন। আগামী  ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা এই সুযোগের ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক কুপন জিততে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা (সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে মালয়েশিয়া প্রবাসীদের। আর মাসিক কুপন জিততে হলে প্রতি মাসে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে ৪০ হাজার টাকা (সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা ছাড়া) বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে। 

একজন রেমিট্যান্স গ্রহণকারী একবার করে সাপ্তাহিক ও মাসিক কুপন জিততে পারবেন। মিনিস্টার পণ্য কিনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কুপনগুলো ব্যবহার করা যাবে।

এজন্য ‘টাচ এন গো ই-ওয়ালেট’ অ্যাপের গো রেমিট অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে ই-ওয়ালেট সিলেক্ট করে যত রেমিট্যান্স পাঠাবেন তার পরিমাণ লিখে পরের ধাপে যেতে হবে। পরের ধাপে প্রাপকের বিকাশ অ্যাকাউন্টের নাম ও নম্বর বসিয়ে আনুষঙ্গিক কিছু তথ্য দিয়ে নিশ্চিত করলেই রেমিট্যান্স পৌঁছে যাবে দেশে থাকা স্বজনের কাছে।

image

আপনার মতামত দিন