আমিনুল ইসলাম মৃধাকে গুলশান থানা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) আহ্বায়ক ও শেখ ওলী আহাম্মেদকে সদস্যসচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাজেশ রায় ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ হানিফ আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এই কমিটি।
সোমবার (২১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক মুরাদ হোসেন আকাশ ও সদস্য সচিব দেলোয়ার হোসেন দীপের গত ১৯ এপ্রিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক মুরাদ হোসেন আকাশ ও সদস্য সচিব দেলোয়ার হোসেন দীপের সই করা চিঠিতে সম্প্রতি ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স। জেডসিএফ গুলশান থানা আহ্বায়ক আমিনুল ইসলাম মৃধা এর আগে মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। অনলাইনে সোচ্চার ভূমিকা পালন করে শিকার হয়েছেন জেল-জুলুমের।